রথযাত্রা ২০২৫, ২৭ জুন শুক্রবার। দ্বিতীয়া তিথি শুরু ২৬ জুন দুপুর ১.২৪ থেকে, শেষ ২৭ জুন সকাল ১১.১৯ মিনিটে। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা গুন্ডিচা মন্দিরে যাবেন।
প্রতিবছর রথ নিয়ে সাধারণ মানুষের মধ্যে থাকে আলাদা উত্তেজনা। ভক্তরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। পুরী ছাড়াও বিভিন্ন অঞ্চলে রথ বের হয়। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুরের মাহেশ, গুপ্তিপাড়ার বৃন্দাপনচন্দ্র মঠের রথ, বাংলাদেশের ইসকনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বেশ খ্যাত। এবছর প্রথমবার দিঘার জগন্নাথ মন্দিরে রথ পালিত হবে। জেনে নিন রথ নিয়ে বের হবেন কখন।
এবছর রথযাত্রা বের হবে শুক্রবার ২৭ জুন ২০২৫। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। এবার দ্বিতীয়া তিথি শুরু হবে ২৬ জুন, দুপুর ১.২৪ থেকে। দ্বিতীয়া তিথি শেষ হবে ২৭ জুন, সকাল ১১.১৯ মিনিটে।
পুরীর শ্রী জগন্নাথ মন্দির থেকে শুরু হওয়া এই যাত্রা ভগবান জগন্নাথ, তাঁর বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যায়। এটি চেরোয়াত উৎসব বা শ্রী গুন্ডিচা যাত্রা নামেও পরিচিত। স্কন্দ পুরান অনুসারে, জগন্নাথ প্রতি বছর তাঁর রথযাত্রার মাধ্যমে ভক্তদের দর্শন দিতে এবং গুন্ডিচা মন্দিরে বিশ্রাম নিতে বেরিয়ে আসেন। এই যাত্রা শুরু হয় চার ধামগুলোর মধ্যে একটি পুরীতে।
পুরো অনুষ্ঠান চলে টানা ৯ দিন ধরে। বিশ্বাস করা হয়, জগন্নাথদেবের রথের দড়ি স্পর্শ করা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করার মতো। পুরীর রথযাত্রায় জগন্নাথদেবের রশি ছুঁয়ে সেই রয়ের চাকার তলায় স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিতেন অসংখ্য ভক্ত। আপনিও এবার রথ টানবেন তো?
রথযাত্রা পড়েছে ১২ আষাঢ় (২৭ জুন) শুক্রবার।
উল্টো রথযাত্রা ২০ আষাঢ় (৫ জুলাই) শনিবার।
মহেন্দ্রযোগ সকাল ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৪৪ মধ্যে এবং সকাল ৯টা ২৫ মিনিট থেকে সকাল ১০টা ১৮ মিনিটের মধ্যে। এই দিন বিশেষ ভাবে পুজো করুন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। মিলবে জগন্নাথের আশীর্বাদ। দূর হবে জীবনের সকল কষ্ট ও জটিলতা।


