- Home
- Astrology
- Horoscope
- Rath Yatra 2025: রথের দিন ঘুরবে ভাগ্যের চাকা, এই দিন অবশ্যই পালন করুন এই কয়টি টোটকা
Rath Yatra 2025: রথের দিন ঘুরবে ভাগ্যের চাকা, এই দিন অবশ্যই পালন করুন এই কয়টি টোটকা
Rath Yatra 2025: রথযাত্রায় জগন্নাথ, বলরাম ও শুভদ্রার পুজোর পাশাপাশি কিছু টোটকা মেনে চললে জীবনের জটিলতা দূর হয়। এর মধ্যে রয়েছে মন্দিরে নৈবেদ্য নিবেদন, গঙ্গাস্নান, নিরামিষ আহার, প্রদীপ জ্বালানো, ময়ূরের পালক অর্পণ এবং রথ টানা।

আর কদিন পরই রথযাত্রা। এই দিন নিষ্ঠাভরে জগন্নাথদেব, বলরাম ও শুভদ্রার পুজো তো করবেনই। সঙ্গে মেনে চলুন এই কয়টি টোটকা। দূর হবে জীবনের সকল জটিলতা। জেনে নিন কী কী।
রথের দিন যে কোনও জগন্নাথ মন্দিরে হলুদ রঙের নতুন বস্ত্রের ওপর ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টি কয়েক রেখে অর্পণ করুন। আপনা মনের ইচ্ছা জানান।
রথযাত্রার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাস্নান করতে পারলে খুব ভালো হবে।
এই দিন নিরামিশ আহার করুন। বাড়িতে কোনও রকম আমিষ রান্না না করাই ভালো।
জগন্নাথদেবের মন্দিরে এই দিন প্রদীপ জ্বালান। একটা মাটির প্রদীপে ঘি এবং দুটো লবঙ্গ দিয়ে যে কোনও জগন্নাথ মন্দিরে জ্বালিয়ে রাখুন।
জগন্নাথদেবের মন্দিরে ময়ূরের পালক অর্পণ করতে পারলে খুব ভালো হয়।
জগন্নাথদেবকে এই দিন সাদা ও হলুদ রঙের ফুল অর্পন করুনষ এতে মিলবে কৃপা।
এই দিন অবশ্যই জগন্নাথদেবের রথ টানুন। বাড়ির সামনে দিয়ে বড় রথ না গেলে বাচ্চাদের ছোট রথের দড়ি ধরে টানুন।
রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাড়িতে গাছ লাগাতে পারেন।
রথের দিনটি দান করার জন্য খুবই শুভ। নিজের সাধ্যমতো এই দিন দান-ধ্যান করুন।

