- Home
- Astrology
- Horoscope
- কেউ প্রতিপদে ফোঁটা দেন তো কেউ দ্বিতীয়ায়, প্রতিপদের শুভক্ষণে ভাইকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তা
কেউ প্রতিপদে ফোঁটা দেন তো কেউ দ্বিতীয়ায়, প্রতিপদের শুভক্ষণে ভাইকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তা
- FB
- TW
- Linkdin
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়ল কাঁটা
যমুনা দেয় যমকে ফোঁটা
আমি দিই আমার ভাইকে ফোঁটা।
শুভ ভাইফোঁটা।
ভ্রাতৃদ্বিতীয় মানে ভাইবোনের মিষ্টি সম্পর্ক পালনের দিন। ভালো কাটুক দিনটি। শুভ ভাইফোঁটা।
ভাইফোঁটার এই শুভ দিনটি অটুট করে ভাই-বোনের সম্পর্ক। শুভ হোক ভাইফোঁটা।
পুব আকাশে সূর্য হাসে, সোনা ভরা সকালে। বোন দেবে আজ ফোঁটা ভাইয়ের কপালে। শুভ ভাইফোঁটা।
ভাইয়ের শুভ কামনায় ঘরে ঘরে,
আজ দেবে ফোঁটা বোন মন্ত্র পরে।
শুভ ভাইফোঁটা।
ভাইফোঁটার শুভক্ষণে সকল ভাইকে জানাই শুভেচ্ছা। শুভ ভাইফোঁটা।
সব সময় আমাকে সাপোর্ট করার জন্য দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ ভাইফোঁটা।
যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর
আমার হাতে ফোঁটা নিয়ে আমার ভাই হোক অমর।
শুভ ভাইফোঁটা।
ভাইফোঁটার এই শুভক্ষণে দিলাম ফোঁটা তোকে অনেক যতনে। ভাইবোনের এই মধুর বন্ধন অটুট থাকুক সারা জীবন। শুভ ভাইফোঁটা।
আশা করি এই ভাইফোঁটা ভাই-বোনের বন্ধন আরও মজবুত করবে। শুভ ভাইফোঁটা।