- Home
- Astrology
- Horoscope
- Numerology: কার ভাগ্যে কী আছে? দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে ২০২৬, রইল জ্যোতিষ গণনা
Numerology: কার ভাগ্যে কী আছে? দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে ২০২৬, রইল জ্যোতিষ গণনা
প্রখ্যাত জ্যোতিষীর গণনার বিচারে দেখে নিন ২০২৬ সালটা কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য বছরটি ভালো আর কার জন্য কঠিন।

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকাদের নেতৃত্বের গুণ আরও বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, পদোন্নতি বা নতুন কাজের সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকেও এই বছর লাভের সম্ভাবনা প্রবল।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকাদের এবার সৃজনশীল কাজে আগ্রহ বাডডবে। মিডিয়া হোক বা পড়াশোনায় হবে উন্নতি। এই সময় লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন। বহুদিন ধরে আটকে থাকা কাজে আসবে গতি।
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৩-র জাতক জাতিকাদের জন্য ২০২৬ অত্যন্ত লাকি। এই সময় সব কাজে আসবে সাফল্য। বহুদিনের আটকে থাকা কাজে ২০২৬ সালে আসবে গতি।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৪-র জাতক জাতিকাদের জন্য বছরটি গুরুত্বপূর্ণ। চাকরি ক্ষেত্রে অনাকাঙ্খিত পরিবর্তন আসবে। তেমনই গোটা বছর কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আবেগের ওপর রাখুন নিয়ন্ত্রণ। তা না হলে জীবনে আসবে পরিবর্তন।
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৫-র জাতক জাতিকাদের জন্য ২০২৬ বিরাট পরিবর্তন আনতে চলেছে। এই বছর ভ্রমণের সুযোগ আসবে। জীবনে বড় সিদ্ধান্ত নিতে পারে এই বছর। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের আর্থিক লাভ হবে।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৬-র জাতক জাতিকাদের জন্য বছরটা গুরুত্বপূর্ণ। এই বছর জীবনে আসবে প্রেম। নতুন সম্পর্ক আসতে পারে আপনার জীবনে। এই বছর বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৭-র জাতক জাতিকাদের জন্য বছরটি উল্লেখযোগ্য। এই বছরে কেরিয়ারে আসবে সাফল্য। চাকরিতে উন্নতির যোগ যেমন আছে তেমনই বাড়বে আয়। এরই সঙ্গে এই বছর দাম্পত্য সম্পর্কে আসবে ইতিবাচক পরিবর্তন।
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৮-র জাতক জাতিকারা এই বছর বড় সিদ্ধান্ত নিতে পারেন। এই বছর ব্যবসা ক্ষেত্রে হবে উন্নতি। এই বছর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। তাই সময় থাকতে সচেতন হন।
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৯-র জাতক জাতিকারা জন্য ২০২৬ সাল শুভ হতে চলেছে। এই বছর আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আসবে। এই বছর কোনও সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। এই বছর ধন লাভের সম্ভাবনা আছে। বছরটি বেশ উল্লেখযোগ্য।

