শনি-মঙ্গল যোগ, ভাগ্য ফিরবে পাঁচ রাশির, হবে কেরিয়ারে হবে উন্নতি থেকে আয় বৃদ্ধি
৯ই অগস্ট শনি ও মঙ্গলের ১৮০ ডিগ্রি কোণে অবস্থানের ফলে ৫টি রাশির ভাগ্য খুলবে। মেষ, কর্কট, তুলা, বৃশ্চিক এবং মকর রাশির জাতক জাতিকারা অর্থ, যশ, খ্যাতি ও সাফল্য লাভ করবেন।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ আছে। প্রতি নিয়ত অবস্থান পরিবর্তন করছেন এই সকল গ্রহ ও নক্ষত্র। এর দ্বারা বিভিন্ন যোগ তৈরি হচ্ছে। যাতে ভাগ্য ফিরছে কোনও কোনও রাশির তো কারও খারাপ সময় শুরু হচ্ছে।
শাস্ত্র মতে, ৯ অগস্ট শনি ও মঙ্গল একে অপরের ১৮০ ডিগ্রি কোণে অবস্থান করতে চলেছে। এই শক্তিশালী যোগ জীবনে স্থায়ী সাফল্য, সমৃদ্ধি এবং কর্মের ফল প্রদান করে। এই গ্রহের যুতিতে শীঘ্রই ভাগ্য খুলবে পাঁচ রাশির। অর্থ, যশ ও খ্যাতি আসবে জীবনে।
মেষ রাশি
ভাগ্য খুলবে মেষ রাশির। শিক্ষা এবং গবেষণার কাজে যুক্ত ব্যক্তিদের হবে উন্নতি। একাধিক শুভ য়োগের প্রভাবে আধ্যাত্মিক ধারণায় বিশ্বাস বাড়বে। নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। পুরনো ঋণ শোধ করতে পারবেন এই সময়।
কর্কট রাশি
শীঘ্রই বদল আসবে কর্কট রাশির জীবনে। আগামী কয়েক দিন মনের ইচ্ছা পূরণ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। কেরিয়ারে হবে উন্নতি। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হবে। সামাজিক সম্পর্ক হবে উন্নত।
তুলা রাশি
দুই গ্রহের অবস্থান তুলা রাশির জাতক জাতিকার জন্য শুভ হতে চলেছে। সামাজিক সুখ্যাতি অর্জন করবে। এই সময় আয় ও ব্যয়ের মধ্যে থাকবে সামঞ্জস্য। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পর্কের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সঙ্গীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
বৃশ্চিক রাশি
শনি ও মঙ্গলের প্রভাবে ভাগ্য খুলবে বৃশ্চিক রাশির। এই সময় সব কাজে মন রাখুন ইতিবাচক। কর্মক্ষেত্রে হবে উন্নতি। মানসিক শান্তি পাবেন এই সময়। তেমনই শরীর-স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। আজ সমাজে মান-সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। এই রাশির জীবনে প্রেম, সৃজনশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় শুভ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সৃজনশীল কাজের সাফল্য পাবেন। শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন। সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। বিনিয়োগের পক্ষে দিনটি শুভ। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।

