- Home
- Astrology
- Horoscope
- নতুন বছরে শনির ঘর বদলে শুভ ফল, ভাগ্য খুলবে তিন রাশির, দেখে নিন তালিকায় আপনি কি না
নতুন বছরে শনির ঘর বদলে শুভ ফল, ভাগ্য খুলবে তিন রাশির, দেখে নিন তালিকায় আপনি কি না
আগামী ২৮ ডিসেম্বর শনি মীন রাশিতে প্রবেশ করবে এবং তামার পাত্রে অবস্থান করবে, যা অত্যন্ত শুভ। এই গোচরের ফলে মিথুন, কন্যা এবং মকর রাশির জাতকদের জীবনে বিশেষ উন্নতি ঘটবে। তাদের আর্থিক অগ্রগতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং সামগ্রিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা রয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর মীন রাশিতে সরাসরি প্রবেশ করবে শনি। আর ২৬ জুলাই পর্যন্ত অবস্থান করবে। শাস্ত্র মতে, নতুন বছরে এই নির্দিষ্ট সময় পর্যন্ত সকলের জীবনে আসবে বদল। এই শনির গোচর শুভ হবে তিন রাশির জন্য। তেমনই কারও কারও জীবনে আসতে পারে কঠিন সময়।
শাস্ত্র মতে, নতুন বছরে সোনা-রুপো সহ বিভিন্ন ধাতুর পাত্রে পদার্পন করেন গ্রহরাজ শনিদেব। শাস্ত্র মতে, তামার পাত্রে পা রাখবে শনি। এই পরিবর্তন অনেক রাশির জাতকদের জীবনে আশীর্বাদ বয়ে আনবে। আবার কারও আর্থিক অবস্থা হবে উন্নত। দেখে নিন এতে ভাগ্য খুলবে কোন কোন রাশির।
মিথুন রাশি
শনির তামার অবস্থান মিথুন রাশির জন্য অত্যন্ত উপকারী। শনি বর্তমানে মিথুন রাশির সপ্তম ঘরে অবস্থান করছে, যার ফলে ২০২৬ সাল একটি সমৃদ্ধ বছর হবে এই রাশির। আর্থিক অগ্রগতি হবে। সেই সময় বাড়বে বেতন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা এই সময় চাকরি পেতে পারেন। ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
কন্যা রাশি
শনির গমন খুবই অনুকূল কন্যা রাশির জন্য। এই সময় ব্যবসা ও কর্মক্ষেত্রে হবে উন্নতি। হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে। এই সময় কর্মজীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। কেমনই বাড়বে আয়।
মকর রাশি
মিথুন ও কন্যা রাশির সঙ্গে ভাগ্যে বদল হবে মকর রাশির। ইতিবাচক মনোভাব রাখুন সব কাজে। জীবনে উন্নতি হবে। এই সময় শত্রুদের জয় করতে সক্ষম হবেন। এই সময় সম্পত্তি কেনা ও বেচার জন্য ভালো সময়। এই সংক্রান্ত কোনও ইচ্ছা পূরণ হতে পারে।

