- Home
- Astrology
- Horoscope
- Life Partner: জেনে নিন কোন রাশির ছেলে-মেয়ের সঙ্গে ঘর বাঁধলে জীবন হবে সুখের, রইল চার রাশির কথা
Life Partner: জেনে নিন কোন রাশির ছেলে-মেয়ের সঙ্গে ঘর বাঁধলে জীবন হবে সুখের, রইল চার রাশির কথা
- FB
- TW
- Linkdin
দাম্পত্য জীবন সুখের হোক তা সকলেরই কাম্য। কিন্তু, সংসার সুখের হওয়াটা কিছুটা হলেও ভাগ্যের। কার সঙ্গে কার মানসিকতার মিল হবে তা আগে থেকে বোঝা কঠিন। সে কারণে দীর্ঘদিন প্রেমের সম্পর্কও বিয়ের কিছুদিনের মধ্যে ভেঙে যায়। আবার সম্বন্ধ করা বিয়েও সুখের হয়।
সে কারণেই অধিকাংশ বলেন, দাম্পত্য সুখ নির্ভর করে ভাগ্যের ওপর। আসলে আমরা সকলে একে অপরের থেকে আলাদা। ফলে দুটি মানুষের যে পুরোপুরি মনের মিল হবে তা আশা করাও কঠিন। আর এই অমিলের কারণে দেখা দেয় সমস্যা। হয় অশান্তি।
অনেক সময় ছোট ছোট অশান্তির কারণে ভাঙতে দেখা যায় দীর্ঘদিনের সম্পর্ক। তেমনই সামান্য ভুল বোঝাবুঝি বিচ্ছেদের কারণ হতে পারে। তাই অধিকাংশের মতে, দাম্পত্য জীবন কতটা সুখের হবে তা যতটা নির্ভর করে দুটি মানুষের মানিয়ে নেওয়ার ওপর। ততটাই নির্ভর করে ভাগ্যের ওপর।
সে কারণে বিয়ের আগে কুষ্টি মিলিয়ে দেখার রীতি বহু যুগ ধরে চলে আসছে। দুজনে রাশি মিলিয়ে গণনা করা হয় তাদের মিল হবে কিনা। এমনই বিয়ে নিয়ে একাধিক ব্যখ্যা রয়েছে শাস্ত্রে। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এদের সঙ্গে ঘর বাঁধলে জীবন হবে সুখের।
যে কারও সঙ্গে মানিয়ে নিতে পারেন এই চার রাশির ছেলে মেয়েরা। এরা পার্টনারকে খুব ভালোভাবে বোঝেন। তেমনই পার্টনারের সকল সমস্যায় তার পাশে থাকেন। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন বিচ্ছেদের কথা কখনও এদের মাথায় আসে না।
কর্কট রাশি
রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা সঙ্গীকে সব সময় সমর্থন করেন। যে কোনও বিবাদ এড়িয়ে যান এরা। এরা মতানৈক্যে থাকতে চান না। পরিবার ও পার্টনা- সব সম্পর্ক সুন্দর ভাবে ব্যালেন্স করে চলেন।
মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এদের কল্পনাশক্তি থাকে খুবই সুন্দর। এরা স্থিতিশীল স্বভাবের। বুদ্ধি দিয়ে যে কোনও পরিস্থিত সামলে নিয়ে থাকেন। তেমনই রোম্যান্টিক স্বভাবের মানুষ হন এরা। সব পরিস্থিতিতে সঙ্গীর পাশে থাকেন।
কন্যা রাশি
রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির ছেলে মেয়েরাও বাকি দুই রাশির মতো। এরা একেবারেই সন্দেহপ্রবণ স্বভাবের মানুষ নন। এরা সঙ্গীর প্রতি সকল দায়িত্ব সুন্দর ভাবে পালন করে
মকর রাশি
রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এরা সঙ্গীকে দেওয়া সব কথা অক্ষরে অক্ষরে পালন করেন। এরা সঙ্গীকে খুশি দেখতে চান। এরা পার্টনারকে খুব ভালোভাবে বোঝেন। তাদের মনের ভাবনার কথা মাথায় রেখে যে কোমও পদক্ষেপ নিয়ে থাকেন এরা।
বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে আমরা সকলে একে অপরের থেকে আলাদা।আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। কেউ স্পষ্টবক্তা তো কেউ নিশ্চুপ। কেউ দয়ালু ও পরোপকারী তেমনই কেউ কঠিন ও স্বার্থপর। এমন কারণেই পার্থক্য রয়েছে সকলের মধ্যে।