- Home
- Astrology
- Horoscope
- ১১-১৭ জানুয়ারি লটারি কাটলেই কোটি কোটি পাবেন এঁরা, কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা এদের
১১-১৭ জানুয়ারি লটারি কাটলেই কোটি কোটি পাবেন এঁরা, কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা এদের
লটারির টিকিট কেটে অনেকেই দ্রুত বড়লোক হতে বা হাতে একলপ্তে প্রচুর টাকা পেতে চান। কিন্তু সকলের জন্য সব সময় শুভ নয়। কিন্তু জানুয়ারি মাসের ১১-১৭ তারিখ কয়েকটি রাশির জন্য লটারিতে অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

লটারিতে ফিরতে পারে ভাগ্য
জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লটারিতে ভাগ্য ফিরতে পারে কয়েকটি রাশির জাতক ও জাতিকদের। লটারির টিকিট কেটে অনেকেই দ্রুত বড়লোক হতে বা হাতে একলপ্তে প্রচুর টাকা পেতে চান। কিন্তু সকলের জন্য সব সময় শুভ নয়। কিন্তু জানুয়ারি মাসের ১১-১৭ তারিখ কয়েকটি রাশির জন্য লটারিতে অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই রাশিগুলি হলঃ
মেষ রাশি
জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১১-১৭ তারিখের মধ্যে লটারির টিকিট কাটতে এই রাশির জাতক ও জাতিকাদের জন্য কোনও বাধা নেই। মোটা অঙ্কের টাকা এরা পেতে পারেন। তবে শুরুতে অল্প টাকার লটারির টিকিট কাটাই শ্রেয়।
বৃষ রাশি
এই রাশির জাকত আর জাতিকাদের আগামী সপ্তাহ আর্থিক দিক দিয়ে শুভ। এরা এই সময় ভাগ্য যাচাই করতে পারেন। গোটা সপ্তাহেই আর্থিক যোগ রয়েছে।
মিথুন রাশি
এই রাশির জাতক আর জাতিকাদের জন্য আগামী সপ্তাহ শুভ। আর্থিক শুভ যোগ রয়েছে। আর সেই কারণে এরা এই সময় বড় অঙ্কের টিকিট কেটে লাভের মুখ দেখতে পারেন।
কন্যা রাশি
লটারির ক্ষেত্রে কন্যা রাশির জাতক আর জাতিকাদের জন্য সপ্তাহের মধ্যের সময়টা কিছুটা ভালো থাকবে। মন চাইলে কম টাকার লটারির টিকিট এরা কাটতে পারেন।
লটারি ভাগ্য মধ্যমানের
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক আর জাতিকাদের জন্য বড় অঙ্কের লটারির টাকিট কাটা মানেই বিপদ। তবে কম অঙ্কের লটারি কেটে ভাগ্য যাচাই করতেই পারেন। একই অবস্থা কুম্ভ রাশির। এরা চাইলা ভাগ্য পরীক্ষা করে দেখতে পরেন। ধনু রাশির জাতক আর জাতিকারা এই সময় খুব অল্প টাকার লরাটি কাটতে পারেন। বড় অঙ্কের টাকায় বিপদ হতে পারে।
এদের জন্য শুভ নয়
কর্কট, সিংহ , তুলা, মকর, মীন রাশির জাতক আর জাতিকাদের জন্য জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আর্থিক যোগ খুব একটা শুভ নয়। তাই এই সময়টা এদের লটারির টিকিট থেকে দূরে থাকাই শ্রেয়।
বিশেষ দ্রব্যষ্টঃ
এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য সরবরাহের জন্য। উৎসহ প্রদানের জন্য নয়। লটারিতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই ক্ষতি হলে তার দায় এশিয়ানেট নিউজ বাংলার হবে না।