সংক্ষিপ্ত

রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েদের। এরা কর্মক্ষেত্রে মনের মানুষ খোঁজেন এরা। নতুন কাজে যোগ দেওয়ার পর সেখানে ভালোবাসার মানুষের খোঁজ করেন। দেখে নিন কারা এমন স্বভাবের মানুষ হন।

 

সকলের জীবনে রয়েছে আলাদা আলাদা প্রেমের কাহিনি। ভালোবাসা নিয়ে সকলের অনুভূতিও ভিন্ন। কারও কাহিনি আনন্দের তো কারও বিরহের। কারও পরিস্থিতির চাপে দীর্ঘদিনের প্রেম ভেঙেছে। তো কারও অল্প দিনের প্রেম প্রায় পরিণতি। তেমনই প্রেম ভাঙার পর সকলের মানসিক অবস্থাও সমান থাকে না। প্রেম ভাঙার পর কেউ সহজে নিজেকে সামলে নিয়ে থাকেন। তো কেউ পারেন না। আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েদের। এরা কর্মক্ষেত্রে মনের মানুষ খোঁজেন এরা। নতুন কাজে যোগ দেওয়ার পর সেখানে ভালোবাসার মানুষের খোঁজ করেন। দেখে নিন কারা এমন স্বভাবের মানুষ হন।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা আবেগপ্রবণ স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা নিজের কেরিয়ার নিয়ে সব সময় থাকেন সতর্ক। এরা কর্মক্ষেত্রে মনের মানুষের সন্ধান করেন।

বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। কর্মক্ষেত্রে দ্রুত সকলের মন জয় করেন এরা। এরা সৎ মানুষ হিসেবে চিহ্নিত হন। বৃষ রাশির ছেলে মেয়েরা কর্মক্ষেত্রে মনের মানুষের সন্ধান করে থাকেন।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। বাকি দুই রাশির সঙ্গে মিথুন রাশির মিল বিস্তর। এরা সহকর্মীকে ডেটিং করতে পছন্দ করেন। নিজের কর্মক্ষেত্রে মনের মানুষের সন্ধান করে থাকেন। একেবারে ভিন্ন স্বভাবের হন মিথুন রাশি।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েরা কর্মক্ষেত্রে মনের মানুষের সন্ধান করেন। এরা সহকর্মীর সঙ্গে ডেটিং করতে পছন্দ করেন। নতুন কাজে যোগ দিলে সেখানের মনের মানুষ খোঁজেন এরা।

বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের মধ্যে এমন পার্থক্য। সেই অনুসারে, সকলে একে এফরর থেকে আলাদা। আলাদা সকলের মনের ভাবনা। প্রতিটি মানুষের আবেগে আলাদা। কেউ বেশি ইমোশনাল ও বদ মেজাজী স্বভাবের হয়ে থাকেন। তেমনই কেউ কঠিন ও দাম্ভিক। সেই অনুসারে, ভিন্ন এই চার ব্যক্তির মানসিকতা। শাস্ত্র মতে, কর্মক্ষেত্রে মনের মানুষ খোঁজেন এরা।

 

আরও পড়ুন-

শুক্রবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

দেখে নিন প্রেমের ক্ষেত্রে কার দিন কেমন, কার জীবনে আসবে নতুন মানুষ, কার হবে অশান্তি

কেরিয়ার সম্পর্কিত সমস্যা সমাধান হবে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা