২০২৬-এ ঢাইয়ার প্রভাব বিপাকে পড়বে দুই রাশি, দেখে নিন ভোগান্তি কাদের কপালে
২০২৬ সাল থেকে দুটি রাশির জীবনে শনির ঢাইয়া শুরু হতে চলেছে, যা আড়াই বছর ধরে চলবে। এর প্রভাবে সিংহ ও ধনু রাশির জাতকদের কর্মজীবন, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে পারে।

কথিত আছে, শনি দেবতা সকল কর্মের ফল দিয়ে থাকেন। তিনি কর্মের দেবতা। শনিদেবের রোষে সব ছারখার হয়ে যেতে পারে। তেমনই সৎ পথে থাকলে মিলবে তার কৃপা। যারা ন্যায়ের পথে থাকেন তাদের শনিদেব ভালো ফল দিয়ে থাকেন। শনি অশুভ দশার মধ্যে অন্যতম হল সাড়ে সাতি এবং ঢাইয়া।
জন্মছকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে চলে শনির ঢাইয়া। ঢাইয়া একবার শুরু হলে আড়াই বছর ধরে তার ফল ভুগতে হয়। শনির সাড়েসাতি যে রাশিতে চলে সেই রাশির জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়। কিন্তু, ঢাইয়া অত ভয়াভয় হয় না। যে রাশির জীবনে ঢাইয়া চলে তাদের জীবনে সমস্যা দেখা দেয়। তারা নানান বাধার মুখে পড়েন।
শাস্ত্র মতে, ২০২৬ সালে দুটি রাশির জীবনে ঢাইয়া চলছে। সিংহ রাশির ওপর শনিদেবের ঢাইয়ার প্রভাব থাকবে। যে কোনও কাজের ক্ষেত্রে অলসতা কাজ করবে। আয় বাড়বে। তেমনই এই সময় খরচ কমবে না। এই সময় সঞ্চয় তেমন হবে না। দাম্পত্যজীবনে আসবে সুখ। পরিবারের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় পদোন্নতির যোগ আছে। তবে তা ভেস্তে যেতে পারে।
ধনু রাশির ওপরও চলবে ঢাইয়ার প্রভাব। চাকরি নিয়ে সমস্যা হতে পারে। বিপদে কাউকে পাশে পাবেন না। পরিবারের মানুষজনের সঙ্গেও সমস্যা হতে পারে। এই সময় প্রেমিকার সঙ্গে এই সময় বুঝে চলবেন। তা না হলে সমস্যায় পড়তে পারেন। কোমর বা পা ব্যথার সমস্যা হতে পারে।
এই সময় শনিবার করে শনিদেবের পুজো করুন। শনিমন্দিরে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালুন। দুপুর এবং রাতে খাবার খাওয়ার পর পা ধুয়ে ঘুমোতে যান। লোহার যে কোনও জিনিস দান করুন। মেনে চলুন এই টিপস। মিলবে উপকার।

