সংক্ষিপ্ত

হিন্দু শান্ত্রে উল্লেখ আছে একাধিক উৎসবের। এক একটি বিশেষ তিথিতে পুজিত হন এক একজন দেব দেবী। সেই অনুসারে, প্রতি বছর চৈত্র শুক্লা তৃতীয়া তিথিতে পালি হয় গঙ্গাউর তীজে। তিনি আনুসারে আজ ৪ এপ্রিল পালিত হচ্ছে সেই শুভ উৎসব। 

চৈত্র মাস পড়া মানে একের পর এক পুজোর সূচনা। হিন্দু শান্ত্রে উল্লেখ আছে একাধিক উৎসবের। এক একটি বিশেষ তিথিতে পুজিত হন এক একজন দেব দেবী। সেই অনুসারে, প্রতি বছর চৈত্র শুক্লা তৃতীয়া তিথিতে পালি হয় গঙ্গাউর তীজে। তিনি আনুসারে আজ ৪ এপ্রিল পালিত হচ্ছে সেই শুভ উৎসব। 

মূলত রাজস্থানে পালিত হয় গঙ্গাউর তীজে উৎসব। এদিন দেবী পার্বতী ও ভগবান শিব পুজিত হন। বিশ্বাস করা হয় যে, অবিবাহিত মেয়েরা এদিন উপবাস করে শিব-পার্বতীর পুজো করলে ভালো স্বামী পান,  আবার বিবাহিত মেয়েরা এই পুজো করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মজবুত ও সুন্দর হয়ে ওঠে। বিশেষ কিছুর রীতি মেনে পালন করা হয় গঙ্গাউর তীজে। এই দিন শিব-পার্বতীর পুজো ছাড়াও মেনে চলা হয় বিশেষ টোটকা। জেনে নিন কীভাবে রাজস্থানে পালিত হয় গঙ্গাউর তীজে উৎসব।  

গঙ্গাউর তীজে, উৎসবের দিন দেবী পার্বতীকে লাল ওরনা, মেহেন্দি, টিপ, সিঁদুর ও নূপুর অর্পণ করা হয়ে থারেষ তারপর এটি ব্রাক্ষ্মণ মহিলাকে দান করা হয়। .মনে করা হয়, এতে পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় খাকে। 
ভগবান শিবকে খুশি করার জন্য গঙ্গাউর তীজে তিথিতে লাল ও সাদা ফুল অর্পন করা হয় দেবী পার্বতীকে। তাছাড়া, দেওয়া হ. মিষ্টি। মনে করা হয়, এতে সকল দাম্পত্য অশান্তি নাশ হয়। 

গঙ্গাউর তীজে উৎসবে দেবী পার্বতীকে চিনি নিবেদন করা হয়। প্রচলিত আছে, এই দিন চিনি ও দুধ দান করতে সকল দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এমনকী, মালপুয়া নিবেদন করে তা দান করলে সকল অশান্তি দূর হয়। 

গঙ্গাউর তীজে তিথিতে ৭ জন বিবাহিত মহিলাকে বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ জানান। তাদের পছন্দের খাবার খাওয়ান ও উপহার দিন। সম্ভব হলে, এই দিন বাড়িতে দেবী পার্বতী ও শিবের পুজো করুন। এতে সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। 

গঙ্গাউর তীজে উৎসবে দেবী পার্বতীর মন্দিরে যান। সেখানে বসে দেবীর পুজো করুন এবং দেবীর মন্ত্রজপ করুন। এই মন্ত্রগুলো জপ আপনার জীবনে সকল ঝামেলা দূর করবে।  তাই দাম্পত্য সম্পর্ক মজবুত করতে ও সকল অশান্তি দূর করতে পালন করুন গঙ্গাউর তীজে। আজ শুভ তিথিতে চিনি ও দুধ দানে সুন্দর হবে দাম্পত্য জীবন। 

আরও পড়ুন- শুক্রবার ৬ রাশির কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন আজকের রাশিফল

আরও পড়ুন- সোমবার এই রাশিগুলির প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা, দেখে নিন আজকের রাশিফল

আরও পড়ুন- ঝরে পড়া শুকনো তুলসী পাতা খুলে দেবে অর্থভাগ্য, এই টোটকা ম্যাজিকের মতো কাজ করে