গণবিক্ষোভ বিধ্বস্ত শ্রীলঙ্কা, গ্রাউন্ড জিরো থেকে সরাসরি। কলম্বোর বুকে টিম এশিয়ানেট নিউজ-এর প্রতিনিধিরা। সরাসরি রিপোর্ট করছেন মণু শঙ্কর এবং চিত্র সাংবাদিক অক্ষয়। কলম্বো-য় তেলের জন্য হাহাকার, ৩ দিন ধরে গাড়ির লাইন। রাজনীতিকরা সাধারণ মানুষের কথা চিন্তাই করে না, মন্তব্য শ্রীলঙ্কাবাসীর। রাজনীতিকরা শুধু ক্ষমতা বোঝে, হতাশগ্রস্ত মন্তব্য এক শ্রীলঙ্কাবাসীর। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা মানুষকে লাইন দিতে হচ্ছে। এতেও তেল মিলছে না, ওষুধপত্র মিলছে না, জল প্রায় আসছে না
খাবারেও এবার সঙ্কট দেখা দিতে শুরু করেছে, শ্রীলঙ্কার আশা এখন ভারত। ভারত থেকে পাঠানো খাদ্য সামগ্রী ও তেলের দিকে তাকিয়ে শ্রীলঙ্কা। ভারতের মতো আরও কিছু দেশে সাহায্য করুক চাইছে শ্রীলঙ্কা।