আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC Womens World Cup 2022) মুখোমুখি ভারত ইংল্যান্ড (India vs England) । একদিকে ইংল্য়ান্ডকে হারে সেমি ফাইনালে দিকে এগোনো ও গতবারের ফাইনাল হারের বদলা নেওয়া লক্ষ্য মিতালি রাজের (Mithali Raj) দলের। অপরদিকে প্রতিযোগিতায় প্রথম জয় পেতে মরিয়া হেদার নাইটের (Heather Knight) দল।