• All
  • 19661 NEWS
  • 1674 PHOTOS
  • 303 VIDEOS
21638 Stories by Asianet News Bangla

Afghanistan - মাথা কাটা থেকে জোর করে বিয়ে, আফগানিস্তান জুড়ে এখন ভয়ঙ্কর তালিবানি কাহিনি

Aug 11 2021, 06:29 PM IST

আফগানের উত্তরাংশে একের পর এক প্রদেশের রাজধানী দখল করছে তালিবানরা। গত পাঁচদিনে আটটি রাজধানী শহর দখল করেছে তারা। অধিকাংশ জায়গাতেই কোনও লড়াইই হয়নি, কিন্তু, যেখানে যেখানে তালিবানদের সামনে প্রতিরোধ গড়ে উঠেছে, সেখানেই তৈরি হয়েছে একের পর এক ভয়াবহ দৃশ্য। হাজার হাজার আফগান নাগরিক এখন তালিবানদের দখলে চলে যাওায়া উত্তরের শহরগুলি থেকে প্রাণ হাতে করে পালিয়ে আসছেন অপেক্ষাকৃত নিরাপদ জায়গা, দেশের রাজধানী কাবুলে। সংবাদ সংস্থা এএফপি-র কাছে তারা তালিবানদের নির্মম আচরণের ভয়াবহ বিবরণ দিয়েছেন - রাস্তায় পড়ে থাকা লাশ থেকে শুরু করে তালিবানদের যৌনদাসী হওয়ার জন্য মেয়েদের অপহরণ, প্রকাশ্যে গর্দান নেওয়া - সবই রয়েছে। 

Top Stories