• All
  • 116 NEWS
116 Stories by Asianet News

Coromandel Express Accident Live: ওড়িশায় ট্রেন দুর্ঘটনার তদন্তে সিবিআই

Jun 02 2023, 08:33 PM IST

ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বাহানগা স্টেশনে ঢোকার মুখে ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে গিয়ে মালগাড়ির উপরে পড়ে শালিমার থেকে চেন্নাই-এর উদ্দেশে যাত্রা শুরু করা করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, বাহানগা স্টেশনে ঢুকছিল করমণ্ডল এক্সপ্রেস। আর সেই সময়ই সেখান থেকে বের হচ্ছিল হাওড়ামুখী ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেস। এই সময় বেঙ্গালুরু এক্সপ্রেসের ২টি কামরা লাইনচ্যূত হয়ে গিয়ে আপ লাইনে চলে আসে। আপ লাইনে দুরন্ত গতিতে থাকা করমণ্ডল এক্সপ্রেসে এতে ধাক্কা লাগে। করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা মুহূর্তের মধ্যে ছিটকে গিয়ে পাশর লাইনে দাঁড়ানো মালগাড়ির উপরে আছড়ে পড়ে। ধাক্কার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ৭টি কামরা চিড়েচ্যাপ্টা হয়ে যায়। লাইনচ্যূত আরও ৮টি কামরার অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে। তবে, করমণ্ডল এক্সপ্রেসের চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়া ৭টি কামরায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীদের মতে, দুর্ঘটনার বিভীৎসতা এতটাই ভয়াবহ যে লাইনচ্যূত কামরাগুলো খেলনা গাড়ির মতো একে অপরের ঘাড়ে উঠে গিয়েছে  না হয় মালগাড়ির সঙ্গে লেপ্টে গিয়েছে।