দু'দিনের বর্ষণে শিলাবতী নদীর জলস্ফিতী, ভেসে গেল গ্রামের বহু গ্রামের সংযোগকারি সেতু,ধরা পড়ল মোবাইল ক্যামেরায়। জাওয়াদ এর জেরে দুদিন ধরে বর্ষন শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে৷ তার জেরে ফের জলস্তর বেড়েছে ঘাটালের শীলাবতী নদীতে ৷তার জেরেই নদীর ওপরে থাকা সংযোগকারী বাঁশের সেতু ভেঙ্গে ভেসে গেল ৷