১০ নভেম্বর দিনটি প্রতি বছর নন্দীগ্রাম দিবস হিসাবে পালিত হয়। এবছরও নন্দীগ্রামে ফুল দিয়ে সাজানো হল শহিদ বেদী। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয়। সকাল ১০ টায় এই অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন প্রমুখ নন্দীগ্রাম দিবসের স্মরণ সভায় কুণাল ঘোষ। বুধবার নন্দীগ্রামে (Nandigram) ২০০৭ সালের ভয়ঙ্কর 'রক্তাক্ত সূর্যোদয়'-এর বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি'র উদ্যোগে দুপুর ২টোয় তেখালি পেট্রোল পাম্প থেকে কর পল্লী শহীদ বেদী পর্যন্ত পদযাত্রা আয়োজন করা হয়েছে। এরপর করপল্লীতে একটি শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় অংশ নেবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি'র জেলা সভাপতি নবারুণ নায়ক সহ জেলা নেতৃবৃন্দ। অন্যদিকে পৃথক একটি অনুষ্ঠানে আজ নন্দীগ্রামে ২০০৭ সালের ভয়ঙ্কর 'রক্তাক্ত সূর্যোদয়'-এর বর্ষপূর্তি উপলক্ষে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল দশটায় নন্দীগ্রামে করপল্লীতে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হবে । এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ, সাংসদ দোলা সেন, বিধায়ক তাপস রায়, জয়া দত্ত প্রমুখ।