টানা বৃষ্টিতে ভাসছে ঘাটাল (Ghatal)। নির্মীয়মান পুজো মণ্ডপ এখন বুক সমান জলের তলায়। প্রবল জলের চাপে সেখানে ভাঙতে পারে নদী বাঁধ (Flood)। সেই আশঙ্কায় প্রহর গুনছে এখন সেখানকার মানুষ। বাড়ি ঘর ছেড়ে সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে বহু মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে শিলাবতী, কেঠিয়া, ঝুমি সহ সমস্ত নদীর জলস্তর বইছে বিপদসীমার উপর দিয়ে। নদী পাড় ছাপিয়ে ইতিমধ্যে গ্রামগঞ্জে জল ঢুকতে শুরু করেছে।