একটানা প্রবল বৃষ্টিতে ভাসছে তেলেঙ্গানা। বৃহস্পতিবার বৃষ্টির জেরে সেখানে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তেলেঙ্গানার নির্মল শহরে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বলা জানা গিয়েছে। হায়দরাবাদে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আইএমডি -র রিপোর্ট অনুযায়ী হায়দরাবাদে জারি হয়েছে কমলা সতর্কতা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। জিএইচএমসির এনফোর্সমেন্ট, ভিজিলেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইভিডিএম) শাখার পরিচালক জানিয়েছেন যেকোনও সাহায্যের জন্য 040-29555500-এ ফোন করলেই তাঁরা পৌঁছে যাবে।