• All
  • 56 NEWS
  • 20 PHOTOS
  • 4499 VIDEOS
4575 Stories by Poulomi Nath
04:19

রিও অলিম্পিক্স শিখিয়েছে অনেক কিছুই, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন চানু -র কোচ

Jul 25 2021, 03:17 PM IST

টোকিও অলিম্পিক্সে ভারতে প্রথম পদক এসেছে তাঁর হাত ধরেই। ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। তাঁর এই জয় হাসি ফুটিয়েছে ১৩৫ কোটি ভারতবাসীর মুখে। তাঁর এই জয়ের পিছনে যার অবদান সব থেকে বেশি তিনি হলেন চানু -র কোচ বিজয় শর্মা। রিও অলিম্পিকের পরই শুরু হয়ে গিয়েছিল কঠোর প্ররিশ্রম, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানালেন চানু -র কোচ। চানু -র রুপো জয়ের পিছনে রয়েছে অনেক স্যাক্রিফাইস। ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়েছে চানু -কে, জানালেন বিজয় শর্মা। রিও থেকে তবে অনেক কিছুই শেখার ছিল, জানালেন তিনি।

10:47

'জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে করলেও খেতে পারতেন না', ভার্চুয়াল সাক্ষাৎকারে চানু শোনালেন তাঁর স্বপ্নপূরণের গল্প

Jul 25 2021, 01:38 PM IST

টোকিও অলিম্পিক্সে ভারতে প্রথম পদক এসেছে তাঁর হাত ধরেই। ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। তাঁর এই জয় হাসি ফুটিয়েছে ১৩৫ কোটি ভারতবাসীর মুখে। জয়ের পর এক রাশ শুভেচ্ছা বার্তা পেয়েছন চানু। প্রধানমন্ত্রী -র কাছ থেকে শুভেচ্ছা বার্তা বড় পাওয়া। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানালেন মীরাবাঈ চানু। 'জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে করলেও খেতে পারতেন না'। স্ট্রিক্ট ডায়েট চার্ট ছিল তাঁর, জানালেন চানু। কঠোর পরিশ্রম করেই আজকে এই জায়গায় পৌঁছিয়েছেন তিনি। লক্ষ্যে পৌঁছনর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। ভবিষ্যত প্রজন্মের জন্য তেমনই বার্তা দিলেন মীরাবাঈ চানু।

04:33

ঘরের ছাউনি নেই রয়েছে ছেঁড়া ত্রিপল, চরম দুরবস্থা -র সঙ্গে দিন কাটছে খাঁ পরিবারের

Jul 24 2021, 11:19 PM IST

এ যেন তাসের ঘর, তবে তা ইঁট দিয়ে তৈরি। ঘরের ছাউনি বলতে রয়েছে ছেঁড়া ত্রিপল। সামান্য ঝড়-বৃষ্টি হলেই দুলতে থাকে সেই ঘর। সেই বাড়িতেই দিন কাটাচ্ছেন কার্তিক খাঁ ও তাঁর পরিবার। পুরুলিয়ার বাঘমুন্ডি -র বাসিন্দা কার্তিক খাঁ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়েই তাঁর সংসার। এই ঘরেই কোনও মতে দিন কাটছে তাঁর। তবে রাত হলেই পরিবারকে নিয়ে কিষান মান্ডিতে চলে যান কার্তিক। সেখানেই রাত কাটান তাঁরা। পঞ্চায়েতে বললেও মেলেনি বাড়ি, জানালেন কার্তিক বাবু। কার্তিক বাবুর স্ত্রী ঝুমা খাঁ জানালেন আশ্বাস মিললেও মেলেনি বাড়ি। মাথার উপর একটা ছাদই তাঁর একমাত্র চাহিদা, জানালেন ঝুমা দেবী। বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান বীরবল মাছুয়াড় জানালেন, চেষ্টা চলছে কীভাবে বাড়ি দেওয়া যায়। সমস্ত সমস্যা মেটানোরই চেষ্টা চলছে বলেই তিনি জানালেন। দীর্ঘদিন ধরে তাঁরা এই ভাবেই সেখানে দিন কাটিয়ে আসছেন। কবে এই খাঁ পরিবারের মুখে হাসি ফুটিয়ে তাঁদের মাথার উপর একটা ছাদ জুটবে তা এখন প্রশ্নের মুখে। 
 

01:46

মণিপুরের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা চানু -র জেতার লড়াইয়ের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম

Jul 24 2021, 08:01 PM IST

দিনটা ১৯৯৪ সালের ৮ই অগাস্ট, মণিপুরের ইম্ফলের নংবক কাকচিং গ্রামে জন্মগ্রহণ করেন সাঁইখোম মীরাবাই চানু। সেখানেই বেড়ে ওঠা তাঁর। মাত্র ১২ বছর বয়সে ওয়েটলিফটিংয়ের প্রশিক্ষণ শুরু করেন চানু। জাতীয় স্তরে ২০১৪ সালে প্রথম সাফল্য পান। তারপরেই অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় তাঁর। ২০১৬ -র রিও অলিম্পিকে জয়ী হতে না পারলেও থামেনি লড়াই। ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মীরাবাঈ চানু। ৪৮ কেজি ওজন তুলে ভরত্তোলনে সোনা জিতেছিলেন তিনি। ২০১৮ সালে কমনওয়েলথ গেমেও সোনা জেতেন তিনি। ২০২০ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন। মীরাবাঈ চানু -র সেই স্বপ্নই পূরণ হল টোকিও অলিম্পিক্সে। ভরত্তোলনে ৪৯ কেজি বিভাগে রূপো জিতলেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিক্সে এটাই প্রথম পদক ভারতের। পদক জিতে দেশকে গর্বীত করলেন তিনি।


 

04:14

যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়ির ছাদ, সেই বাড়িতেই দিন কাটছে দৃষ্টিহীন বাপি -র

Jul 24 2021, 06:41 PM IST

বাড়ির ছাদের কোন কোন অংশ দিয়ে যেমন সূর্যের আলো ঢোকে সে রকমই বৃষ্টি হলে জলও পরে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাড়ির ছাদ। সেই বাড়িতেই থাকে বাপি। তবে কেউ না বললে তা বোঝার উপায় নেই বাপি মন্ডলের। চরম দুর্দশার মধ্যে দিন কাটছে দৃষ্টিহীন বাপির। না পাওয়ার বেদনা বাপির চোখে মুখে। রেশন কার্ড আছে বাপির। সেই রেশন কার্ড দেখিয়ে চাল মেলে মাত্র ২ কেজি। তাঁর আয় বলতে মাত্র হাজার টাকা। তাতে সংসার চলে কোনও মতে। কাউন্সিলরকে বলেও কাজ হয়নি। দৃষ্টিশক্তি না থাকায় মেলেনা কাজও। ক্ষোভের সুরে বলেই ফেললেন বাপি, অন্ধ না হলে কী বারবার এমনভাবে ভিক্ষা চাইতাম। শুধু বাপিই নয়। অভিযোগ করতে ছাড়লেন না বাপির বোন রুপাও। সরাসরি বললেন আট বছর ধরে উত্তর আসানসোলের ব্লু ফ্যাক্টরি এলাকায় থেকেও সরকারি ঘর পেল না তার ভাই। সাড়ে ৩ বছর ধরে আটকে রয়েছে কাজ। লক ডাউন এর বাহানা দিচ্ছে রাজনৈতিক নেতৃত্বরা। তিনি আরও অভিযোগ করেন- তাদের পরে আসা পয়সাওয়ালা লোকেদের সরকারি ঘর হয়ে যাচ্ছে। আর তাদের মিটিংয়ে শুধু নিয়ে যাওয়া হয় তবে মঞ্চে চাপতে দেওয়া হয় না, পাছে না পাওয়ার বেদনা প্রকাশ পায়। অন্ধ বাপি দেওয়াল ধরে ধরে নিজের ঘরে ঢোকে। কোনোমতে খাবারের যোগান হয়। তবে সব সময় তাঁর মাথায় একটা চিন্তাই ঘোরে, চোখ ঠিক থাকলে কাজ করত সে, কাউন্সিলরের কাছে এই ভাবে ভিক্ষা চাইত হত না তাঁকে। 
 

02:44

করোনা টিকা পেতে মশারি টাঙিয়ে হাসপাতালেই কাটাছে রাত

Jul 24 2021, 04:38 PM IST

ভ্যাকসিনের সরবারহ কম অথচ চাহিদা তুঙ্গে। হাসপাতালে হাসপাতালে টিকা নিতে ভিড় জমাচ্ছেন সকলে। এমনই ছবি দেখা যাচ্ছে একাধিক জায়গায়। টিকা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আরও একবার তেমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের দাসপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। টিকা পেতে সেখানেই রাত কাটাচ্ছেন অনেকে। বিছানাপত্র থেকে শুরু করে মশারি সব নিয়েই অনেকে পৌঁছিয়ে যাচ্ছেন হাসপাতালে। তাঁরা জানাচ্ছেন আগেও বেশ কয়েকবার ভ্যাকসিন নিতে লাইন দিয়েছেন। তবে দীর্ঘক্ষণ লাইন দিয়েও মেলেনি ভ্যাকসিন তাই এবার এই পথ বেছে নিয়েছেন তাঁরা। ভোর হতেই টিকা নিতে লাইনে দাঁড়াবেন মিঠু ও রাজুরা। করোনা থেকে বাঁচার একমাত্র পথ করোনা টিকা। এই টিকা নিতেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

 

  

Top Stories