হঠাৎ আসানসোলে পিচ রাস্তায় ধস। কেউ বলছেন বৃষ্টি, কেউ বলছেন অবৈধ পাথর খাদানে বিস্ফোরণ, কেউ বা বলছেন প্রশাসনের গাফিলতি। ধসের ফলে ভেঙে পড়ল রাস্তার এক ধার। শুধু রাস্তাই নয়, রাস্তার পাশে গার্ড পিলার পড়ল জলে। আতঙ্ক গোটা এলাকায়। আপাতত ওই জায়গায় বন্ধ রয়েছে যান চলাচল। শুধু কারখানার বড় গাড়ি চলাচল ই নয়। রাস্তার পাশে রয়েছে বেশ কিছু অবৈধ পাথর খাদান। সেখানে ডিনামাইট বিস্ফোরণ ও হয়। সেটাও ঘটনার এক অন্যতম কারণ। আদৌ মাটির নিচে কিছু আছে না নিচটা সম্পুর্ন ফাঁকা- তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পথ চলতি মানুষ।