মিঠুন জানিয়েছেন, ঝালদা থানার আই সি সঞ্জীব ঘোষ তাঁর কাকা তপন কান্দুকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বেশ কয়েক বার ফোন করেছিলেন। সেই অডিও তাঁর কাছে রেকর্ড করা রয়েছে। এবার তদন্তের জন্য সেই মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করল ঝালদা থানার পুলিশ। আজ মিঠুন কান্দু নিজেই ঝালদা থানায় গিয়ে সেই মোবাইল ফোন পুলিশের কাছে জমা দেন।