আজ সন্ধের দিকে একটি টুইট করেন জ্যোতিরাদিত্য। সেখানে তিনি লেখেন, 'অপারেশন গঙ্গা'-র মাধ্যমে সফলভাবে ইউক্রেন থেকে ১৫ হাজার ৯২০ জনকে ৭৬টি উড়ানে দেশে ফেরানো হয়েছে। ব্রেকআপ- রোমানিয়া ৬৬৮০ (৩১টি উড়ান), পোল্যান্ড ২৮২২ (১৩টি উড়ান), হাঙ্গেরি ৫৩০০ (২৬টি উড়ান), স্লোভাকিয়া ১১১৮(৬টি উড়ান)।"