Bajaj Platina 110: মাইলেজ ৭০ কিমি, তাও মাত্র ১৫,০০০ টাকায়? বাইকপ্রেমীদের জন্য সুখবর
Bajaj Platina 110: বাজারে চলে এসেছে বাজাজের নতুন বাইক। গ্রাহকদের আকর্ষিত করতে এসে গেল বাজাজ প্ল্যাটিনা ১১০।

বাজাজ প্ল্যাটিনা ১১০
বাইকটি প্রতি লিটারে ৭০ কিমি মাইলেজ দিতে সক্ষম। তাও মাত্র ১৫,০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়েই এটি কেনার সুযোগ রয়েছে।
দুর্দান্ত সব ফিচার এবং দারুণ মাইলেজ
সম্প্রতি, বাজেট সেগমেন্টে বিশ্বস্ত একটি মডেল হল বাজাজ প্ল্যাটিনা ১১০। কম দামে শক্তিশালী ইঞ্জিন এবং অসাধারণ মাইলেজ দেয় বাইকটি।
বাজাজ প্ল্যাটিনা ১১০-এ ১১৫.৪ সিসি, ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার যুক্ত এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে
এই ইঞ্জিনটি ৮.৬ PS ক্ষমতা এবং ৯.৮১ nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। তাছাড়া ৫ স্পিড গিয়ারবক্সও রয়েছে একটি। বাইকটি ঘন্টায় ৯০ কিমি বেগে চালানো সম্ভব (Platina 110 Mileage)।
মাইলেজ কত?
সংস্থাটির দাবি, বাজাজ প্ল্যাটিনা ১১০ এক লিটার পেট্রোলে ৭০ কিমি পর্যন্ত চালানো যাবে। বাজাজ প্ল্যাটিনা ১১০-এর নতুন মডেলটির ডিজাইন কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। নতুন গ্রাফিক্স ডিজাইনও যুক্ত কর রয়েছে
তাছাড়া অ্যালয় চাকার সঙ্গে দীর্ঘ এবং আরামদায়ক একটি সিট রয়েছে
উন্নত LED DRL, স্লিক টেল লাইট এবং হ্যালোজেন হেডল্যাম্পও রয়েছে বাইকটিতে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০০ মিমি (cheapest bike in india 2025)।
কম দামে সেরা একটি অপশন
ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ এবং যাত্রীদের ফুটরেস্ট রয়েছে। Combi Brake System (CBS) ব্যবহার করা হয়েছে। অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোলও রয়েছে মডেলটিতে।
সামনের দিকে আছে Hydraulic Telescopic সাসপেনশন
পিছনের দিকে আছে SOS Nitrox Canister সাসপেনশন। ফলে, খারাপ রাস্তাতেও এটি বেশ ভালো পারফর্ম করতে পারবে। অন্যদিকে, সুরক্ষার জন্য ১৩০ মিমি ড্রাম এবং পিছনে ১১০ মিমি ড্রাম ব্রেক রয়েছে (affordable bikes in india 2025)।
বাজাজ প্ল্যাটিনা ১১০-এর দাম এবং EMI প্ল্যান
বাজাজ প্ল্যাটিনা ১১০-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭১,৫৫৮ টাকা থেকে। টপ ভ্যারিয়েন্টের দাম ৭৪,২১৪ টাকা। আর কেউ কম বাজেটে ডাউন পেমেন্ট দিয়ে বাইকটি কিনতে চাইলে, কমপক্ষে ১৫,০০০ টাকা দিতে হবে। মোট ৯.৫% সুদের হারে, ৩ বছরের লোনের সঙ্গে ২,৪৫০ টাকা মাসিক EMI প্ল্যান রয়েছে বাইকটির জন্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

