সংক্ষিপ্ত
শনিবারই কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025) মোটরবাইকের দাম সস্তা (Bike price drops) হওয়ার কথা জানানো হয়েছে।
সেই দুটি বাইক হল MT 03 এবং R3। এই দুটি বাইক সম্পূর্ণভাবেই বিদেশে তৈরি। যার কারণে, এই মডেলগুলির দাম অনেকটাই বেশি ছিল। তবে এবার সস্তায় কেনার সুযোগ রয়েছে এই দুটি বাইক। এমনিতে ইয়ামাহা (YAMAHA) আর থ্রি বাইকটি ভারতের বাজারে ৪.৬৫ লক্ষ টাকাতেই পাওয়া যেত। কিন্তু এখন এই মোটরবাইকের দাম ১.০৫ লক্ষ টাকা কমে গেছে।
অতএব, ইয়ামাহা আর থ্রির নতুন দাম হয়েছে ৩.৬০ লক্ষ টাকা। অন্যদিকে, এই বাইকটি এপ্রিলিয়া আরএস ৪৫৭-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী, যার দাম ৪.২০ লক্ষ টাকা। তাছাড়া এই বাইকের দাম কমার জেরে এপ্রিলিয়া মডেলের তুলনায় এখন এই বাইক অনেক সস্তা হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
এছাড়া কাওয়াসাকি নিঞ্জা ৩০০ বাইকের সঙ্গেও ইয়ামাহার এই বাইক প্রতিদ্বন্দ্বিতা করবে। যার দাম বাজারে এখন ৩.৪৩ লক্ষ টাকা। কেটিএম আরসি ৩৯০-ও এই সেগমেন্টেরই অন্যতম জনপ্রিয় বাইক, তার দাম ৩.২১ লক্ষ টাকা। তবে ইয়ামাহার এই বাইকের দামে ১ লক্ষ টাকা ছাড় দেওয়ার পরেও কাওয়াসাকি এবং কেটিএম মডেলের চেয়ে বেশি ব্যয়বহুল হয়েছে এই বাইক।
ইয়ামাহার এমটি ০৩ বাইকের দাম কমিয়ে ১.১০ লক্ষ টাকা করা হয়েছে। এখন এই বাইক পাওয়া যাবে ৩.৫০ লক্ষ টাকাতেই। ভারতের বাজারে এই বাইকের অন্যতম প্রতিদ্বন্দ্বী হল কেটিএম ৩৯০ ডিউক এবং এপ্রিলিয়া টিউওনো ৪৫৭। কেটিএম ৩৯০ ডিউকের দাম ৩.১৩ লক্ষ টাকা, এপ্রিলিয়া টিউওনো বাইকের দাম ৪ লক্ষ টাকা।
এই দুই ইয়ামাহা বাইকের নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হয়েছে। সবথেকে বড় বিষয়, এই দুটি বাইকের ইঞ্জিন একইরকমের। তবে ডিজাইনের দিকে দিয়ে বেশ কিছু ফারাক রয়েছে। সেইসঙ্গে, রাইডারের সিটের আকারেও অনেকরকমের ফারাক দেখা যায় (bike price drop news)।
এদিকে ভারত সরকার মোটরবাইকের উপর ব্যাপক হারেই কাস্টম ডিউটি কর কমিয়ে দিয়েছে। এর ফলে, বাইকের ইনপুট খরচ অনেকটাই কমে গেছে। আর তাই অন্যান্য বাইকের দামও কমে যেতে পারে বলে মত অনেকের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।