Bike Price Update: বাইকপ্রেমীদের জন্য বিরাট আপডেট, দাম বাড়ছে এই মডেলটির?
Bike Price Update: বাইকপ্রেমীদের জন্য বিরাট আপডেট। দাম বাড়ছে এই মডেলটির।
- FB
- TW
- Linkdin
)
সাধারণত, হিরোর বাইকগুলি অনেক কম খরচে বেশি এবং ভালো মাইলেজ দিয়ে থাকে
স্বাভাবিকভাবেই, ভারতের বাজারে এই বাইকগুলির জনপ্রিয়তা তুঙ্গে।
মোটামুটি বাজেট থাকে দেড় লক্ষ টাকার মধ্যেই
ফলে, কম খরচে ভালো মাইলেজের বাইক বানিয়ে থাকে হিরো।
হিরোর এমন কিছু সস্তার বাইক রয়েছে,
যেগুলিতে ৫০ কিমি পর্যন্ত মাইলেজ (Hero Passion Plus) পাওয়া যায়।
আর সেই তালিকাতেই না আছে হিরো প্যাশন প্লাসের
বহু মানুষ এই বাইকতি কিনে থাকেন এবং চুটিয়ে ব্যবহার করেন।
তবে সম্প্রতি হিরোর তরফ থেকে এই বাইকটির দাম (Hero Bike Price) বাড়ানো হয়েছে
অতএব, এবার এই বাইকটি কিনতে গেলে অনেকটাই বেশি খরচ করতে হবে গ্রাহকদের।
সেইসঙ্গে, বাইকের রঙের ভ্যারিয়েন্টেও একাধিক বদল এসেছে
হিরো প্যাশন প্লাসের দাম বৃদ্ধির মূল কারণ হল, মূলত মডেলটিতে বেশ কিছু আপডেট এসেছে।
প্যাশন প্লাস মডেলটিতে সর্বশেষ ওবিডি-২বি এমিশন নর্মসের একটি আপডেট নিয়ে আসা হয়েছে
এই হিরো প্যাশন প্লাস বাইকের আগে দাম ছিল ৭৯,৯০১ টাকা। কিন্তু সংস্থাটির পক্ষ থেকে এই বাইকের দাম এই মুহূর্তে ১৭৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে, এখন হিরো প্যাশন প্লাস বাইকটির এক্স শোরুম দাম দাঁড়িয়েছে ৮১,৬৫১ টাকা।
বাইকটিতে ৯৭.২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে
সেইসঙ্গে, এয়ার-কুলড, ২ ভালভ ইঞ্জিন রয়েছে এই মডেলটিতে। এই ইঞ্জিনটির সঙ্গে একটি ৪ স্পিডের গিয়ারবক্সও রাখা হচ্ছে।
সংস্থা দাবি করছে, এই বাইকটি প্রতি লিটারে ৭০ কিমি রাস্তা পর্যন্ত ছুটতে পারে
অন্যদিকে, হিরো প্যাশন প্লাস বাইকে নতুন দুটি রঙের ভ্যারিয়েন্ট এসেছে। এটিতে ডুয়াল টোন এবং বডি টোন পেইন্ট স্কিমের সুবিধা আনা রয়েছে। লাল রঙের সঙ্গে কালো রঙ এবং কালো রঙের সঙ্গে নীল রঙের অ্যাকসেন্টের মিশিয়ে আনা হয়েছে ভারতের বাজারে।
তবে প্যাশন প্লাসের ডিজাইনে কোনওরকম বদল আনা হয়নি
এই বাইকটিতে কালো রঙের ৫ স্পোকের অ্যালয় হুইলও রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।