Honda Electric Bike: আগামী সেপ্টেম্বর মাসের ২ তারিখ, বিশ্বব্যাপী নতুন ইলেকট্রিক বাইক উন্মোচন করতে চলেছে হন্ডা। ৫০০ সিসি পেট্রোল বাইকের সমতুল্য পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা রয়েছে এই বাইকের এবং সেটির টিজার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে।

Honda Electric Bike: ইলেকট্রিক বাইকের বিভাগে বড় পদক্ষেপ নিতে চলেছে জনপ্রিয় জাপানি দুই চাকার ব্র্যান্ড হন্ডা। আগামী সেপ্টেম্বর মাসের ২ তারিখ, কোম্পানিটি বিশ্বব্যাপী তাদের নতুন ইলেকট্রিক বাইক উন্মোচন করবে বলে জানা গেছে। সেইজন্য প্রথম টিজার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে চলে এসেছে। ঐ টিজারে, বাইকটি ভারী ক্যামোফ্লেজে ঢাকা রয়েছে, এইরকম অনেকটা দেখা যাচ্ছে।

প্রকাশিত সেই টিজারে দেখা বাইকটি গত বছরের অক্টোবর মাসে, প্রদর্শিত ইভি ফান কনসেপ্টের সঙ্গে অনেকটা মিল রয়েছে। কনসেপ্ট অনুযায়ী, এই ইলেকট্রিক বাইকটি একটি মাঝারি পেট্রোল বাইকের সমতুল্য পারফর্ম করবে বলে আনা যাচ্ছে। অর্থাৎ, এটির ক্ষমতা প্রায় ৫০০ সিসি বাইকের সমান হবে বলে দাবি করছে সংস্থাটি। বাইকটির পাওয়ার আউটপুট প্রায় ৫০ বিএইচপি হবে বলেও আশা করা হচ্ছে। দ্রুত এবং শক্তিশালী পারফরম্যান্সের অভিজ্ঞতা দিতে সক্ষম হন্ডার প্রথম বড় ইলেকট্রিক বাইক হবে এটি।

এই নতুন বাইকের ডিজাইন নিয়ে কথা বললে, বড় ডিজিটাল টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, আকর্ষণীয় ডিআরএল, ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং বার-এন্ড মিরর ইত্যাদি ফিচার থাকবে। এছাড়াও সিঙ্গেল-সাইডেড সুইং আর্ম এবং কিছুটা স্পোর্টি রাইডিং পজিশনও দেখা যাচ্ছে। এই বাইকে সিসিএস ২ চার্জিং সিস্টেম থাকবে বলে হন্ডা ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে। অর্থাৎ, ইলেকট্রিক গাড়ির মতো ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বাইকটিতে। 

এই নতুন বাইক সম্পর্কিত আরও তথ্য আগামী কয়েক সপ্তাহে কোম্পানি শেয়ার করবে বলে খবর। তবে এই নতুন বাইক ভারতে আসার সম্ভাবনা বর্তমানে কম বলেই জানা গেছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার যে, ইলেকট্রিক বাইকের বিভাগে বড় পদক্ষেপ নিতে চলেছে জনপ্রিয় জাপানি দুই চাকার ব্র্যান্ড হন্ডা। আগামী সেপ্টেম্বর মাসের ২ তারিখ, কোম্পানিটি বিশ্বব্যাপী তাদের নতুন ইলেকট্রিক বাইক উন্মোচন করবে বলে জানা গেছে। সেইজন্য প্রথম টিজার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে চলে এসেছে। ঐ টিজারে, বাইকটি ভারী ক্যামোফ্লেজে ঢাকা রয়েছে বলে দেখা যাচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।