Honda Shine 100: হন্ডা এবার তাদের জনপ্রিয় মডেল শাইন ১০০-এর ইলেকট্রিক ভার্সনটি বাজারে আনতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানির তরফ থেকে বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয়েছে। 

Honda Shine 100: বাইকের জগতে অন্যতম জনপ্রিয় দুই-চাকার ব্র্যান্ড হল হন্ডা। তারা এবার ভারতের সবথেকে জনপ্রিয় কমিউটার বাইক শাইন ১০০-কে ইলেকট্রিক ভার্সনে আনতে প্রস্তুত। সম্প্রতি প্রকাশিত পেটেন্ট ছবিগুলি দেখে একটি বিষয় স্পষ্ট যে, হন্ডা খুবই সাশ্রয়ী মূল্যের একটি ইলেকট্রিক বাইককে বাজারে আনতে চলেছে এবং সেটিকে নিয়ে কাজ করছে তারা। 

একটি প্রতিবেদন অনুযায়ী, সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই বাইকটি তৈরি করা হচ্ছে। বেশি দামের কারণে, এখনও পর্যন্ত ইলেকট্রিক বাইক কিনতে পারেননি এমন গ্রাহকদের জন্যই হন্ডা তাদের এই ইলেকট্রিক ভার্সনটি বাজারে আনবে। শাইন ১০০-এর পেট্রোল ইঞ্জিনের পরিবর্তে ইলেকট্রিক মোটর ব্যবহার করে হন্ডা এই সাফল্যটি অর্জন করেছে। বাইকের মূল কাঠামোটিকে অবশ্য একই রাখা হয়েছে। যার ফলে, খরচ অনেকটাই কমে গেছে এবং বাইকেটির নিজস্ব লুকসটিও কিন্তু বজায় রয়েছে।

হন্ডার এই ইলেকট্রিক বাইকে দুটি ছোট ব্যাটারি থাকবে 

হন্ডা অ্যাক্টিভা ই-এর মতো প্রয়োজনে সহজেই ব্যাটারিগুলিকে সরানো এবং প্রতিস্থাপন করা যাবে। প্রতিটি ব্যাটারির ওজন হবে ১০.২ কেজি। ব্যাটারিগুলি বাইকের দুইদিকে থাকবে। এদিকে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করার জন্য মাঝখানে একটি এয়ার ফ্লো পাস সিস্টেমও থাকবে। শাইন ১০০-এর মতোই ইলেকট্রিক মোটরটি শাইনের ইঞ্জিনের একই জায়গায় লাগানো রয়েছে। ফলে, ব্যাটারির লে-আউটও ইঞ্জিনের একইদিকে রাখা হয়েছে। ইসিইউ, অর্থাৎ ইলেকট্রিক কন্ট্রোল ইউনিটটিকে বাইকের মাঝখানে দেওয়া হয়েছে।

হন্ডা অবশ্য লঞ্চের জন্য কোনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে, বাইকটি ২০২৬ সালের আগেই বাজারে চলে আসতে পারে। হন্ডা তাদের স্কুটি অ্যাক্টিভা ইলেকট্রিকের জন্য ইতিমধ্যেই ‘Battery Swapping' নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। শাইন ইলেকট্রিক মডেলটির ক্ষেত্রেও গ্রাহদের চার্জিং নিয়ে কোনওরকম চিন্তা করতে হবে না। দুটি ব্যাটারি প্যাক থাকবে এটিতে এবং যা বদলানোও যাবে। 

এছাড়াও পেট্রোল ইঞ্জিনের পরিবর্তে ইলেকট্রিক মোটর থাকবে। যেটির সঙ্গে ইসিইউ অ্যাডভান্স কন্ট্রোল ইউনিটকে যুক্ত রাখা হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।