রাতে কি আপনি একা ড্রাইভ করে বাড়ি ফেরেন? সাবধান! যে নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন
রাতে অনেকেই একা ড্রাইভ করে বাড়ি ফেরেন।
110

Image Credit : our own
তাই কয়েকটি জিনিস লক্ষ্য রাখা ভীষণ প্রয়োজনীয়
বিশেষ করে রাতে গাড়ি চালিয়ে ফেরার ক্ষেত্রে এগুলি জানা খুবই জরুরি।
210
Image Credit : our own
রাতে গাড়ি চালানোর সময় অবশ্যই বাড়তি সতর্কতা দরকারি
কারণ, অসতর্ক হলেই যে কোনও সময়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
310
Image Credit : our own
গাড়ির হেডলাইট সবসময় পরিষ্কার রাখতে হবে
কারণ, আলো কম থাকলে উল্টোদিক থেকে আদৌ কোনও গাড়ি আসছে কি না, সেটা বোঝা বেশ মুশকিল হয়ে যায়। তাই গাড়ির হেডলাইট দুটিকে অবশ্যই পরিষ্কার রাখা দরকার।
410
Image Credit : Asianet News
ন্যাশনাল সেফটি কাউন্সিল কী বলছে?
রাতে জঙ্গল কিংবা মাঠের কাছাকাছি কোনও পথে গাড়ি চালানোর সময় জোরালো আলোর প্রয়োজন।
510
Image Credit : Getty
কারণ, কম আলোতে সামনে কী আছে, তা দেখা সম্ভব নয়
ফলে, যেকোনও সময়ে অঘটন ঘটতে পারে।
610
Image Credit : Getty
উল্টোদিক থেকে আসা গা়ড়ির হেডলাইটের দিকে সরাসরি কখনোই তাকাবেন না
কারণ, তার ফলে চোখ ধাঁধিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
710
Image Credit : Getty
সামনে থেকে যদি গাড়ি আসতে দেখেন, তাহলে দৃষ্টিটা একটু উপরে রাখুন
সেক্ষেত্রে আলোর উপর সরাসরি চোখ পড়বে না।
810
Image Credit : our own
অন্যদিকে, রাতে গাড়ি চালানোর সময় ভিতরের আলো পারলে বন্ধ করে রাখুন
এর ফলে অন্ধকার রাস্তায় গাড়ি চালানো অনেকটাই সহজ হয়ে যাবে।
910
Image Credit : Getty
কারণ, চোখ অন্ধকারের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে
ফলে, গাড়ি চালাতে অনেকটা সুবিধা হবে।
1010
Image Credit : Asianet News
তাই রাতে ড্রাইভ করার সময়,
এই বিষয়গুলি খেয়াল রাখুন।
Latest Videos