- Home
- Auto
- Maruti Suzuki Best Selling Car: দীর্ঘ ২৫ বছর ধরে মারুতির কোন গাড়িটি সবথেকে বেশি বিক্রি হয়েছে জানেন?
Maruti Suzuki Best Selling Car: দীর্ঘ ২৫ বছর ধরে মারুতির কোন গাড়িটি সবথেকে বেশি বিক্রি হয়েছে জানেন?
Maruti Suzuki Best Selling Car: ভারতের অন্যতম বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি Wagon R মডেলটির মাধ্যমে ভারতীয় গ্রাহকদের মন জয় করে নিয়েছে।

দীর্ঘ ২৫ বছর ধরে এই গাড়িটি মোট ৩৩.৭ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে (Car sell)
অর্থাৎ, প্রতি চারজন ক্রেতার মধ্যে একজন করে এই গাড়িটি কিনেছেন।
২০২৪-২৫ অর্থবর্ষে, ১.৯৮ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে এই মডেলটি
উল্লেখ্য, ভারতের অন্যতম বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা হল মারুতি সুজুকি।
একাধিক মডেলের গাড়ি তারা বাজারে এনেছে
কিন্তু ওয়াগনআর তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে।
প্রথম গাড়িটি বাজারে আসে ১৯৯৯ সালে
সেই সময় থেকে গ্রাহকদের মন জয় করে রেখেছে এটি।
গত ২৫ বছরে, এটি ৩৩.৭ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে ভারতের বাজারে
সবথেকে মজার ব্যাপার হল, প্রতি চারজন ক্রেতার মধ্যে একজন Wagon R গাড়িটি কিনেছেন (Maruti Suzuki top selling cars in India 2024)।
ফ্যামিলি কার
২০২৪-২৫ অর্থবর্ষে, ১.৯৮ লক্ষ ওয়াগন আর বিক্রি হয়েছে এবং চতুর্থ বছরের জন্য কোম্পানির সেরা বিক্রিত গাড়ির খেতাবটি ধরে রেখেছে।
দেশে বিক্রি ১৯.০১ লক্ষ ইউনিট
ওয়াগন আর যথেষ্ট জনপ্রিয় গাড়ি। নতুন একাধিক মডেল বাজারে আসার পরেও, ওয়াগন আর অনেক ভারতীয় পরিবারের এখনও পছন্দের তালিকায় রয়েছে।
ভালো হেডরুম এবং আরামদায়ক
বড় কেবিন, ৪-৫ জনের জন্য উপযুক্ত। পিছনের সিট ভাঁজ করে বুট স্পেস বাড়ানো যায়। যা শহর বা গ্রামে অতিরিক্ত সামগ্রী নিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে পরিবারের জন্য সুবিধাজনক (Maruti Suzuki best selling car in India)।
ওয়াগন আরের জনপ্রিয়তার একটি অন্যতম কারণ হল, এটির ছোট আকার এবং টার্নিং রেডিয়াস
এটি সংকীর্ণ গলি এবং জনবহুল শহুরে রাস্তায় চালানো বেশ সহজ।
৬৫.৭১ বিএইচপি এবং ৮৯ এনএম টর্ক উৎপাদনকারী ১.০ লিটার ইউনিট
৮৮.৫০ বিএইচপি এবং ১১৩ এনএম টর্ক উৎপাদনকারী ১.২ লিটার ইউনিট। তাছাড়া ওয়াগন আর গাড়িটির দামও কম। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬ লক্ষ টাকা থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

