Rajdoot 350: বাজারে আসছে রাজদূত ৩৫০, রয়্যাল এনফিল্ডের সঙ্গে জোর টক্কর?
বিখ্যাত রাজদূত মোটরসাইকেল ব্র্যান্ড নতুন রাজদূত ৩৫০ মডেল নিয়ে ফিরে আসছে।
17

Image Credit : Google
রাজদূত ৩৫০ বাইক
রেট্রো লুক এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে তৈরি এই বাইকে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, LED হেডল্যাম্প সহ নানা বৈশিষ্ট্য।
27
Image Credit : Google
একটা সময় ভারতের রাস্তায় খুবই পরিচিত নাম ছিল রাজদূত
এবার সেই ব্র্যান্ডটিই নতুন মডেল রাজদূত ৩৫০-কে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে বাজারে ফিরে আসছে।
37
Image Credit : Google
আগের মডেলগুলির থেকে অনেক উন্নত বৈশিষ্ট্য থাকবে বলে জানা গেছে
বাইকপ্রেমীদের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার এবং ক্লাস্টার থাকবে বলে জানিয়েছে কোম্পানি।
47
Image Credit : Google
২০২৫ সালের রাজদূত ৩৫০ কর্মক্ষমতা
সুরক্ষার দিক থেকে উন্নতমানের হবে বলে জানা গেছে। তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে LED হেডল্যাম্প, LED টার্ন ইন্ডিকেটর এবং উন্নত ব্রেকিং সিস্টেম থাকবে।
57
Image Credit : Google
ফিচার কী কী থাকবে?
রাজদূত ৩৫০ আধুনিক বাইক চালকদের জন্য অতিরিক্ত সুবিধা নিয়ে আসছে।
67
Image Credit : Google
USB চার্জিং পোর্ট হল একটি আকর্ষণীয় সংযোজন এই বাইকটিতে
আনুমানিক মূল্য এবং মাইলেজ কত?
77
Image Credit : Google
রাজদূত ৩৫০ কার্যত, ৪০ কিমিরও বেশি মাইলেজ দেবে বলে আশা করছেন সবাই
আনুমানিক এক্স-শোরুম মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos

