- Home
- Auto
- Top 5 Cheapest Cars in India: কম দামে বিরাট মাইলেজ! চড়েও আরাম, দেশের অন্যতম সেরা ৫টি গাড়ি কোনগুলি?
Top 5 Cheapest Cars in India: কম দামে বিরাট মাইলেজ! চড়েও আরাম, দেশের অন্যতম সেরা ৫টি গাড়ি কোনগুলি?
Top 5 Cheapest Cars in India: যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাদের জন্য রইল বড় আপডেট। দেশের এমন পাঁচটি গাড়ির হদিশ দেওয়া হল, যেগুলি দামে কম হলেও বেশ ভালো মাইলেজ দেয়।

সস্তার গাড়ির মধ্যে অন্যতম একটি মডেল হল মারুতি এস প্রেসো (Maruti S Presso)
বাজারে এই মডেলটি মোট ৮টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে
অন্যদিকে, গাড়িটি মাইলেজ দেয় ২৪-২৫ কিমি প্রতি লিটার (affordable cars for beginners)।
এবার আসা যাক মারুতি সুজুকি সেলেরিওর (Maruti Suzuki Celerio) কথায়
সেইসঙ্গে, ৭টি রঙের ভ্যারিয়েন্টও রয়েছে মডেলটির। সেগুলি হল স্পিডি ব্লু, গ্লিসটেনিং গ্রে, আর্কটিক হোয়াইট, সিল্কি সিলভার, সলিড ফায়ার রেড, ক্যাফেইন ব্রাউন এবং পার্ল মিডনাইট ব্ল্যাক।
গাড়িটি মাইলেজ দেয় ২৫-২৬ কিমি প্রতি লিটার।
এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৯৯ লক্ষ টাকা থেকে (affordable cars 2025)।
টাটা টিয়াগো (TATA Tiago)
টাটা মোটর্সের অন্যতম একটি সেরা মডেল এটি।
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৬৫ লক্ষ টাকা থেকে
মাইলেজ কত? মডেলটি মাইলেজ দিতে পারে ১৯-২০ কিমি প্রতি লিটার। এটিরও একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে বাজারে (affordable cars with good mileage)।
রেনল্ট কুইড (Renault Kwid)
মোট ১৪টি ভ্যারিয়েন্ট রয়েছে বাজারে।
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৭০ লক্ষ টাকা থেকে
মডেলটি মাইলেজ দেয় ২২ কিমি প্রতি লিটার (cheapest cars with best mileage)।
মারুতি সুজুকি অল্টো কে ১০ (Maruti Suzuki Alto K 10)
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে গাড়ি।
গ্রাহকদের জন্য বাজারে রয়েছে মোট ৮টি অসাধারণ ভ্যারিয়েন্ট
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে এবং মাইলেজ দেবে ২৪-২৫ কিমি প্রতি লিটার (cheapest cars in India 2025)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

