সংক্ষিপ্ত

সাংবাদিকের গলা টিপে ধরেছেন এক স্বাস্থ্যকর্তা

বাংলাদেশে ভাইরাল হল এই ছবি

সরকারি নথি চুরির দায়ে গ্রেফতারও করা হল ওই সাংবাদিককে

এই নিয়ে প্রতিবাদে উত্তাল ঢাকা

রাষ্ট্রীয় নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগে গ্রেফতার করা হল বাংলাদেশের এক বিশিষ্ট সাংবাদদিক রোজিনা ইসলামকে। তাঁর বিরুদ্ধে 'অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট'এর আওতায় মামলা করা হয়েছে। গ্রেফতারির আগে তাঁকে বেশ কিছুক্ষণ স্বাস্থ্যমন্ত্রকের সচিবালয়ে আটকে রেখে অত্যাচারও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একটি ভাইরাল ভিডিওতে মন্ত্রকের এক কর্মীকে রোজিনার গলাও টিপে ধরতে দেখা গিয়েছে। রোজিনার ঘটনা আসলে হাসিনা প্রশাসনের পক্ষ থেকে সংবাদমাধ্যমেরই গলা টিপে ধরার চেষ্টা বলে মনে করা হচ্ছে। এই নিয়ে উত্তাল ঢাকা।

প্রথম সারির বাংলাদেশি সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় তদন্তভিত্তিক সাংবাদিকতা করেন রোজিনা ইসলাম। বর্তমানে গোটা পৃথিবীতেই সবথেকে বড় খবর করোনাভাইরাস। গত এক বছরে রোজিনা বারবারই করোনা মহামারিকালে স্বাস্থ্য মন্ত্রক-সহ বিভিন্ন মন্ত্রকের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন।

রোজিনার করা কিছু প্রতিবেদন

সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এদিন তাঁকে আদালতে তোলা হলে, আদালত তাঁকে জেল হেফাজতে পাঠায়। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল, কিন্তু, তা নামঞ্জুর করে আদালত। তবে রোজিনা ইসলামের পরিবারের পক্ষ থেকে করা জামিনের আবেদনও মানা হয়নি। পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার।

এদিকে, গতকাল স্বাস্থ্য মন্ত্রকে তাঁকে ডেকে পাঠিয়ে স্বাস্থ্য সচিবের ব্যক্তিগত সচিবের কক্ষে রোজিনাকে প্রায় পাঁচ ঘণ্টা মতো আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাঁর গলা টিপে ধরার ছবিটিই ভাইররাল হয়নি, এই ঘটনা সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, স্বাস্থ্য সচিবালয়ের মেঝেতে পড়ে আছেন রোজিনা। তাঁকে তোলার চেষ্টা করছেন তাঁর স্বামী।

রাত আটটা নাগাদ তাঁকে পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশি স্বাস্থ্য মন্ত্রক। রোজিনার চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হচ্ছে, এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সচিবালয় থেকে ওই সাংবাদিককে ঢাকার শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে উত্তাল ঢাকা। রাতেই শাহবাগ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। এদিন সকালে রোজিনা ইসলামের গ্রেফতারি নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক সম্মেলনও বয়কট করেন সাংবাদিকরা। সেখানে উপস্থিত হয়ে, রোজিনা ইসলামকে হেনস্থা করার প্রতিবাদে তাঁরা স্লোগান দিতে দিতে সভাকক্ষ থেকে বের হয়ে যান। উপস্থিত স্বাস্থ্যকর্তাদের শত অনুরোধেও তাঁরা কানন দেননি। মঙ্গলবার বিকালে শাহবাগে রোজিনার নি)শর্ত মুক্তি চেয়ে বিশাল জমায়েত হয়। সেখানে স্বাস্থ্য মন্ত্রকের দুর্নীতির অনুসন্ধান, দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতারের দাবিও উঠেছে।