সংক্ষিপ্ত

  • লকডাইন এক্সটেনশনে মানুষের যেন প্রাণ চলে যাওয়ার মত অবস্থা হয়েছে।
  • এক মাসের লকডাউনেই সকলের অবস্থা খারাপ।
  • তার মধ্যে বেড়ে গিয়েছে লকডাউনের সময়সীমা। 
  • যা জন্য 'আলো ছায়া' ধারাবাহিকের হিরোর সাংঘাতিক অবস্থা।
     

লকডাউনে ক্রমশ বেড়ে চলেছে লকডাউনের সময়সীমা। এক মাস হয়ে গিয়েছে সকলে গৃহবন্দি। এর মধ্যে অতিষ্ট হয়ে উঠেছে দেশবাসী। আর বাড়িতে থাকা যাচ্ছে না। এর মধ্যে সাংঘাতিক অবস্থা হয়েছে 'আলো ছায়া' ধারাবাহিকের হিরো অর্ণব বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁর এক্সপ্রেশন হল অবাক হওয়া, চমকে যাওয়া, ভয় পাওয়া, এ সব দিয়ে মেশানো। 

আরও পড়ুনঃসুশান্ত-অঙ্কিতার পর ঋতভিক-আশার ব্রেক আপ, ফের চিড় ধরল 'পবিত্র রিশতা'র জুটির সম্পর্কে

ক্যাপশনে লেখা লকডাউনের সময়সীমা বাড়তেই এরমই অবস্থা হয়েছিল তাঁর। প্রসঙ্গত, করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে বারো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। 

আরও পড়ুনঃলকডাউনে গৃহবন্দি হয়েও পারদ চড়ালেন 'কিরণমালা'র অভিনেত্রী, সমুদ্রসৈকতের ছবি পোস্ট রুকমার

View post on Instagram
 

লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। বলিউড তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস