- চলে গেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আলি জাকের
- চার বছর টানা লড়েছিলেন মারণরোগ ক্যান্সারের সঙ্গে
- নাটকের মঞ্চকে এক ভিন্ন সংজ্ঞা দিয়েছিলেন আলি জাকের
- 'গ্যালিলিও'র চরিত্রে আজও তিনি দর্শকের মনের মণিকোঠায়
টানা চার বছর ক্যান্সারের সঙ্গে লড়ে চলেছিলেন বাংলাদেশি নক্ষত্র আলি জাকের। ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শুক্রবার সকাল ৬:৪০ নাগাদ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬। দিন কতক আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। আলি জাকেরের ছেলে আইরিশ জাকের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্টেটাস আপডেটে বিষয়টি জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আলি জাকেরের মৃত্যুতে শোকপ্রকাশ করে জানান, "আলি জাকের চিরকাল আমাদের মধ্যেই থাকবেন। তাঁর অবদান অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে আলি জাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।" শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরোমা দত্ত শোকজ্ঞাপন করেন। প্রয়াত অভিনেতার আত্মার শান্তির কামনা করেছেন।
আরও পড়ুনঃশঙ্খর মিথ্যে ধরা পড়ে গেল মোহরের সামনে, অবশেষে বিয়েটা কি হবে তাদের
বছর কয়েক ধরে ক্যান্সার সহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এই মাসের ১৫ তারিখ হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পরই তাঁর অবস্থার খানিক উন্নতি হয়। যার জেরে বাড়ি নিয়ে আসা হয় তাঁকে। তবে সেই উন্নতি খনিকের। ফের অবস্থার অবনতি হতেই ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরই ভোরের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 27, 2020, 5:17 PM IST