সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী। যেখানে বেগুনি রঙের হাই স্লিটকাট গাউনে নিজেকে মেলে ধরেছেন রাজ ঘরনি। অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে বুকের খাঁজ, চুলে হালকা কার্ল,  সঙ্গে মানানসই মেক আপ, অ্যাক্সেসরিজ, ঠোঁটের গাঢ় লিপস্টিকে যেন চেনা দায় অভিনেত্রীকে। শুভশ্রীর অ্যাটিটিউটে ঘায়েল হয়েছে ভক্তরা।  

 কিছুদিন আগেই মা হয়েছেন টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। জন্মের পর থেকেই টলিপাড়ার তাবড় তাবড় সেলেবদের তুড়ি মেড়ে টেক্কা দিচ্ছে রাজ-শুভশ্রীর ছোট্ট খুদে ইউভান। মা হওয়ার পর চেহারায় আমুল পরিবর্তন এসেছে নায়িকার। শরীরে মাতৃত্বের ছাপ নিয়েই ফোটোশ্যুটে নজর কাড়ছেন নায়িকা। ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম নয় বরং ভারী চেহারা নিয়েই ওয়েস্টার্ন থেকে সাবেকিয়ানায় বাজিমাত করছেন শুভশ্রী।

আরও পড়ুন-নিখিল না যশ, কে নুসরতের সন্তানের বাবা, ছেলের নামও রাখলেন 'সহবাস' সঙ্গীর প্রথম অক্ষর 'Y' দিয়ে

আরও পড়ুন-দামি গাড়ি ছেড়ে অটোতে চড়ছেন আমির কন্যা ইরা, কোটিপতি বাবার মেয়ের কীর্তিতে হৈ চৈ নেটদুনিয়ায়

ছিপছিপে মেদহীন চেহারা, চাবুক ফিগার-এসব এখন অতীত। ছবিতে থলথলে মেদ ধরা পড়লেও তাতে আর পাত্তা দেন না শুভশ্রী। মা হওয়ার পর শুভশ্রীর জীবনের বেশিরভাগটা জুড়ে রয়েছেন ইউভান। সদ্যই কাজে ফিরেছেন শুভশ্রী। তবে সিনেমা-তে নয়, রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা যাচ্ছে রাজ ঘরনি শুভশ্রীকে। আর ভারী চেহারা নিয়েই একের পর এক ফোটোশ্যুটে তাক লাগাচ্ছেন শুভশ্রী।

View post on Instagram

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী। যেখানে বেগুনি রঙের হাই স্লিটকাট গাউনে নিজেকে মেলে ধরেছেন রাজ ঘরনি। অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে বুকের খাঁজ, চুলে হালকা কার্ল, সঙ্গে মানানসই মেক আপ, অ্যাক্সেসরিজ, ঠোঁটের গাঢ় লিপস্টিকে যেন চেনা দায় অভিনেত্রীকে। শুভশ্রীর অ্যাটিটিউটে ঘায়েল হয়েছে ভক্তরা। ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখেছেন, সে ফিসফিস করে, তোমার অন্তরে অনুভূতি জাগে। ডিজাইনার রচনা নারওয়ানির আউটফিটে ফ্যাশনিস্তা লুকে আগুন ঝরাচ্ছেন শুভশ্রী।

View post on Instagram

 ছবিতে থলথলে মেদ ধরা পড়লেও তাতে পাত্তা দেন না শুভশ্রী। মা হওয়ার পর শুভশ্রীর জীবনের বেশিরভাগটা জুড়ে রয়েছেন ইউভান। শুভশ্রীর ডি-গ্ল্যাম লুক যেমন ফ্যাশনিস্তাদের নজর কেড়েছে তেমনই ধেয়ে এসেছে অশ্লীল কটাক্ষ। অনেকেই অভিনেত্রীকে মোটা হিরোইনের তকমা দিয়েছেন। কেউ আবার লিখেছেন এখনই নয়, আরও একটু ঝরাও। যদিও নেটিজেনদের এই কমেন্টে কোনও পাত্তা দেননি শুভশ্রী বরং নিজের গর্জিয়াস লুকে সকলকে মুগ্ধ করেছেন ইউভানের সেক্সি মাম্মা।

YouTube video player