সংক্ষিপ্ত
কোরিয়ান ছবিতে একজন ভারতীর রানির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী এনা সাহাকে। ফেব্রুয়ারিতেই শুরু হবে সিনেমার শ্যুটিং। সিনেমরা প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করতে পারেন জ্যাকি চ্যান।
বাংলা চলচ্চিত্র(Tollywood) জগতের একজন ইয়ং ট্যালেন্ট এনা সাহা(Ena Saha)। ছোট পর্দা থেকে অভিনয় যাত্রা শুরু করে টলিউডের নায়িকা হিসাবে দর্শক দরবারে আজকের পরিচিত মুখ এনা। ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয়ের জন্য অল্প বয়সেই সাফল্য লাভ করেছেন এনা। তিনি শুধু একজন অভিনেত্রীই নন, বাংলা ছবি প্রযোজনার কাজেও হাত পাকিয়েছেন এনা। মিমি, যশ ও নুসরতকে নিয়ে একটি ছবির প্রযোজনা করে ফিল্মি কেরিয়ারের প্রযোজকের তকমাও পেয়েছেন অল্প বয়সী এই নায়িকা। এবার তাঁর লক্ষ্য কোরিয়ান মুভি(Corian Movie)। হ্যাঁ, টলিউডের পর বলিউড নয়, একেবারে কোরিয়ান ছবির নায়িকা হতে চলেছেন এই বং বিউটি এনা সাহা(Ena saha)। ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, কোরিয়ান মুভিতে একজন রানির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এনা সাহাকে(Ena will act As Indian Queen)। কোরিয়ান ছবিতে অভিনয় করলেও সেখানে থাকবে ভারতীয়ের ছোঁয়া। কারন ছবিতে একজন ভারতীর রানির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী এনা সাহাকে। যেহেতু একজন ভারতীয়ের ভূমিকায় অভিনয় করবেন তাই এনার মুখে শোনা যাবে বেশ কিছু হিন্দি সংলাপ। বাকিটা ডাবিং-র মাধ্যমে উপস্থাপন করা হবে। সব কিছু ঠিকঠাকভাবে এগলে ২০২২ সালের অর্থাৎ নতুন বছরের ফেব্রুয়ারিতেই শুরু হবে সিনেমার শ্যুটিং(Shooting will start Shooting)।
ভারচীয় নায়িকারা যে শুধু নিজস্ব ইন্ডাস্ট্রির গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেন না তাঁর বহু প্রমান রয়েছে টলিউড থেকে বলিউড, সর্বক্ষেত্রেই। নিজেদের অভিনয় দক্ষতায় ভারতের বাইরের অভিনয় জগতেও পায়ের তলার মাটি শক্ত করেছে বহু ভারতীয় প্রতিভা। এবার সেই তালিকার নয়া সংযোজন বাঙালি অভিনেত্রী এনা সাহা। বিনোদুনিয়ার গুঞ্জন, এনা সাহা অভিনীত আসন্ন কোরিয়ান মুভিতে অভিনয় করতে পারেন বিশিষ্ঠ অভিনেতা জ্যাকি চ্যানকে। বলা বাহুল্য, এই ছবির প্রযোজনার কাজেও রয়েছেন জ্যাকি চ্যান। তাঁর সহকারী হিসাবে থাকছেন ইয়াং জান জিং। এনা সাহার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করবে দুজন কোরিয়ান স্টার। সিনেমার নাম এখনও জানা যায়নি। তবে যতদূর জানা যাচ্ছে, ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবি। সিনেমার ৪০ শতাংশ শ্যুটিং হবে ভারতে। আর বাকি ৬০ শতাংশ শ্যুটিং হবে কোরিয়াতে।
আরও পড়ুন-Covid Positive Nora : করোনা কড়া থাবা বসিয়েছে শরীরে, এবার 'Covid' পজিটিভ নোরা ফতেহি
কোরিয়ান ছবিতে নায়িকার আত্নপ্রকাশের খবরে খুশি এনা ভক্তরা। এই মুহুর্তেও তাঁর হাতে রয়েছে বেশ কিছু বাংলা ছবির কাজ। আপাতত শিলাদিত্য পরিচালিত মাস্টার মসাই আপনি কিচ্ছু দেখেননি-এই ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা। এছাড়াও এনার পাইপলাইনে রয়েছে আরও একটি বাংলা ছবি। পাভেল পরিচালিত ডাক্তার কাকু ছবিতে অভিনয় করবেন বঙ্গ তনয়া এনা সাহা। এই ছবিতে বাবা ও ছেলের গল্পকে দর্শক দরবারে ফুটিয়ে তুলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। তাহলে বুঝতেই পারছেন বাংলা ছবির দর্শকদের জন্যও ছলির ডালি নিয়ে হাজির হবেন এনা।