বাঙালি মানেই ফুটবল প্রেমী। সেই ফুটবল পায়ে নিয়ে স্বর্নযুগের ইতিহাসের গল্পই তুলে ধরতে চলেছেন দেব। প্রকাশ্যে এবার ছবির ট্রেলার। 

বিশ্বকর্মা পুজোর দিন নয়া রূপে দেব দর্শণ, ট্রেলার মুক্তিতে ঝড় নেট দুনিয়ায়। এ কোন লুকে ধরা দিলেন দেব। ট্রেলারের শুরুই এক টানটান উত্তেজনায়, এক অন্যলুকে দেব প্রাপ্তি, ছাপসা বাঙালি লুক, অন্য স্বাদের এক অভিনয়, চরিত্রে দেব যে এবার খোলস ভেঙে নতুন রূপে ধরা দেবে, তা হয়তো অনেকেরই জানাছিল, কিন্তু যা জানা ছিল না, তা হল তাঁর অভিনয়ের চমক, ট্রেলারের প্রতিটা পদে পদে জড়িয়ে থাকা উত্তেজনার পারদ এক কথায় তুঙ্গে। অনির্বাণকে নতুন করে বাহবা দেওয়ার কিছু নেই। যে চরিত্রে ঠিক যতটা তাঁকে প্রয়োজন, ঠিক ততটাই তিনি দিয়ে থাকেন। 

আরও পড়ুন- 'আড়ালেই চলত সঙ্গম, ঘনিষ্ঠ প্রেমের কথা বলতে বারন করেছিল আমায়', উদয়কে নিয়ে আজও আফসোস নার্গিসের

আরও পড়ুন- বাংলাদেশের রেস্তোরাঁ থেকে সোনার দোকানে কাজ, অর্থের অভাবে কী কী করেছেন অক্কি

ছবিতে অভিনয়ে থাকছেন অনির্বাণ, দেব, ইশা সাহা, ইন্দ্রাশিষ রায়। ছবির পরিচালনাতে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। বর্তমানে নিজের চেনা ছক থেকে বেড়িয়ে এসে নয়া ঘরানার ছবি দর্শকদের উপহার দিচ্ছেন দেব। এরই মধ্যে বিগত কয়েক বছরে সম্পূর্ণ বাণিজ্যিক ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়ে নতুন স্বাদের ছবি উপহার দিচ্ছেন ভক্তদের। নিঃসন্দেহে গোলন্দাজ সেই তালিকার অন্যতম ছবি।

Scroll to load tweet…

একের পর এক ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত অভিনেতা দেব। ২০১৯-এ একাধিক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। পাইপ লাইনে আছে আরও অনেক। এরই মাঝে প্রকাশ্যে এসেছিল অভিনেতার পরবর্তী ছবির খবর, গোলন্দাজ। বাঙালি মানেই ফুটবল প্রেমী। সেই ফুটবল পায়ে নিয়ে স্বর্নযুগের ইতিহাসের গল্পই তুলে ধরতে চলেছেন তিনি। তবে সেই সফরে বেশ কিছুটা বিরতি, করোনার কোপে বন্ধ একের পর এক ছবির শ্যুট। তবে ধীরে ধীরে ছন্দে ফেরা টলিউডে এবার একে একে ছবি মুক্তির পালা। পুজোতেই মুক্তি পাচ্ছে এই ছবি। 

YouTube video player