২১৪ আসনে দিদির জয়  প্রচারের মুখ ছিলেন তিনি সেলেব সাংসদ জয়ের পরই দিদিকে জানালেন শুভেচ্ছা  সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেব, নুসরত ও মিমির 


তৃতীয়বার সরকার গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস, ভোট ময়দানে এবার ছিল তারকা প্রচারের ঢল। বিজেপি ও তৃণমূলের দুই শিবিরেই উপচে পড়ছিল সেলেবদের আনাগোনা। তারই মাঝে তৃণমূলের তিন সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও দেব। মুখ্যমন্ত্রীকে জয়ের পরই শুভেচ্ছা জানালেন এই তিন সাংসদ।

আরও পড়ুন- মাতৃহারা ঋদ্ধিমা, কান্নায় ভেঙে পড়া আর্তনাদ, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট

রবিবার ফলাফল ঘোষণার পর তৃণমূল ২০০ পার করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি অপরাজিত। শেয়ার করেছিলেন দিদির ছবি। যাদবপুরের সাংসদ লেখেন- ‘বাংলা আজ যা করে, ভারত আগামিকাল তা ভাবে’।

Scroll to load tweet…

সাংসদ দেব মানুষের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে লেখেন, শক্তি যোগানো ও পাশে থাকার জন্য ধন্যবাদ, বিশ্বাস বজায় রাখার জন্যও ধন্যবাদ। 

Scroll to load tweet…

ফলাফল ঘোষণা মাত্রই পোস্ট করতে শুরু করেন নুসরত, জানান, খেলা হয়েচ্ছে জেতা হচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনে একাধিকবার মমতার প্রচারে পাশে থাকতে দেখা গিয়েছে এই তিন সাংসদকে। একের পর এক জনসভাততে অংশ নিয়েছেন তাঁরা, সাধারণ মানুষকে তৃণমূলের পাশে থাকার আর্জিও জানিয়েছেন তাঁরা।