বিয়ের পিঁড়িতে ইমন চক্রবর্তী সাত পাকে বাঁধা পড়লেন নীলাঞ্জন এর সঙ্গে রাজকীয় বিয়ের আসর টলিপাড়ায় ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্ত মহলে ভাইরাল

রবিবারে আইনি মতে বিয়ে করেছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। বিয়ে পর্ব সেরে সেই ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নীলাঞ্জন এর সঙ্গে ইমনের সেই ছবি হয়ে উঠেছিল ভক্তমহলে ভাইরাল। এরপরই বাড়িতে লেগে যায় বিয়ের ধুম। একে একে ছবি আসতে থাকে প্রকাশ্যে।

View post on Instagram

আরও পড়ুন- অর্জুনের থেকে বেশি রোজগার মালাইকার, সেলেব জুটির বছরে আয়ের পরিমাণ

গায়ে হলুদ থেকে মেহেন্দি বিয়ের অনুষ্ঠানে কোনরকম ফাক রাখলেন না ইমন চক্রবর্তী। কাছের মানুষদের নিয়ে মঙ্গলবার রাজকীয় বিয়ের আসর বসলো টলিপাড়ায়। লাল বেনারসীতে ইমন ও সাদা পাঞ্জাবিতে নীলাঞ্জন এদের সকলের নজর কাড়লেন। বন্ধুবান্ধব আত্মীয় পরিজন টলিউডের বিশিষ্টজনদের নিয়ে বসেছিল বিয়ের আসর।

2019 সাল থেকে নীলাঞ্জন এর সঙ্গে সম্পর্ক ইমনের। এক অনুষ্ঠানে নীলাঞ্জন ও ইমনের সাক্ষাৎ হয়। সেখান থেকেই শুরু বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক। শুরু ধীরে ধীরে নতুন পথ চলা। দুই বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেয় এই জুটি। নতুন বছর পূর্তি বিয়ের ধুম লেগেছে সেলেব মহলে। সেই তালিকায় নাম লিখিয়ে ভাইরাল ইমন চক্রবর্তী। বিয়ের ভিডিও নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।