নেট দুনিয়ায়.ঝড় তুলছে এখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জয়ার ব্যক্তিগত জীবন ঘুম থেকে উঠে ঠিক কী কী করেন তিনি  মুহূর্তে ঝড় তুললেন জয়া আহসান 

জয়া আহসান, এক কথায় দুই বাংলায় এখন তিনি সমান তালে ঝড় তুলছেন নিজের স্টাইল স্টেটমেন্টে। কীভাবে নিজেকে ধরে রাখেন অভিনেত্রী। প্রশ্ন একাধিক ভক্তের মনে। কিন্তু কোথাও গিয়ে যেন তাঁর লুকের এই রহস্য রহস্যই থেকে গিয়েছে। ঘড়ি ধরে জীবন যপন করা। সেলেবের অন্দর মহলে টুকি দিতে কে না চায়। আর সেই সেলেব হলেন এবার জয়া আহসান, যাঁর অন্দরমহলের রহস্য শীঘ্রই হতে চলেছে ফাঁস। 

ঘুম থেকে ওঠার পর স্না না যোগা, ব্রেকফাস্ট না অন্য কোনও টির, সবই ধরা পড়বে ক্যামেরার সামনে, আর সেই খবরই সামনে আনতে একটুরো যে ঝলক উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়, তা এক কথায় ভাইরাল। নিজের ওজন মাপা, ডায়েট কন্টোল করা সব কিছুই থাকবে েই ভিডিওতে। তারই টিজার এবার ঝড় তুলল ভক্তমহলে। যা দেখা মাত্রই কৌতুহল তুঙ্গে। দেখে নেওয়া যাক সেই ভিডিও। 

View post on Instagram

আসলে এটি একটি বিজ্ঞাপনের শ্যুটিং। যা ধাপে ধাপে শ্যুট করা হয়েছে। প্রকাশও পাচ্ছে ধীরে ধীরে। তাই এবার সেই শ্যুটেরই অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। এখানেই শেষ নয়, জানালেন, পরবর্তী অংশ শীঘ্রই আসছে। বাংলা ছবির জগতে জয়া এখন হটকেক। যাঁর লুক থেকে অভিনয়, সবেতেই একশোতে একশো দিতে রাজি ভক্তকূল।