- টলিউডের এখন হট সুপারস্টার মধুমিতা
- একের পর এক কাজ নিয়ে ব্যস্ত তিনি
- কখনও ছবির সেট, কখনও ফোটোশ্যুট
- হট লুকে বারে বারে ভাইরাল টলি ডিভা
টলিউডে বর্তমানে উষ্ণ ছড়িয়ে ক্রমেই জনপ্রিয়তা তুঙ্গে তুলেছেন মধুমিতা সরকার। একের পর এক পোজ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা মাত্রই তা নেটিজেনদের নজর কাড়ছে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই মধুমিতা অ্যাক্টিভ। মাঝে মধ্যেই তাই ভক্তদের উদ্দেশ্যে নানা পোস্ট করে থাকেন তিনি। যা নিমিশের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। এবার ফোটোশ্যুটের ভিডিও শেয়ার করে নজর কাড়লেন মধুমিতা।
ছোট পর্দা থেকে সফর শুরু। পাখীর চরিত্রে সকলের মন জয় করেছিলেন মধুমিতা। এরপর নিজের অভিনয় গুণে ও স্টানিং লুকের দাপটে সকলকে টপকে বড় পর্দায় হাজির হন তিনি। একের পর এক ছবির প্রস্তাব হাতে। পর্দায় উপস্থাপনীতেই যেন বাজিমাত। সদ্য মুক্তি প্রাপ্ত ছবি চিনিতেও অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। ছবির পাশাপাশি চলছে ফোটোশ্যুটের কাজও।
আরও পড়ুন- সিনসেল টাউনের লাভগুরু, রোম্যান্সের কিং প্রেম নিয়ে এ কী ভয়ানক পরামর্শ দিলেন সুহানাকে
ব্যস্ততার মাঝে সেই হট লুকের কোলাজই এবার ভক্তদের উপহার দিলেন মধুমিতা। যা মুহূর্তে সকলের নজরে এলো, নানা আউট ফিটে নানা মুড, নানা লুকে রুপসী মধুমিতা যেন টলিউডে লাস্যময়ী রূপকথা। দিনে দিনে তাঁর রূপ যেন ফেটে পড়ছে। কখনও স্টিল ফ্রেমে, কখনও আবার ভিডিও মোডে ফ্রেমবন্দি সেই হট ডিভা। যা মুহূর্তে পর্দায় ঝড় তুলতে প্রস্তুত।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 21, 2021, 8:19 AM IST