টিনসেল টাউনের লাভগুরু, রোম্যান্সের কিং প্রেম নিয়ে এ কী ভয়ানক পরামর্শ দিলেন সুহানাকে
First Published Jan 21, 2021, 7:59 AM IST
শাহরুখ খান মানেই রোম্যান্টিক কিং। রোম্যান্সের এই মাস্টার মাইন্ড যাঁর বাবা, তাঁকে প্রেম নিয়ে ভাবতে হয় না। কে ঠিক কে ভুল, তা চোখে দেখেই বুঝে যায় শাহরুখ খান। মেয়ে সুহানা এখন পরিণত। তাই তাঁর জীবনে প্রেম আসার আগেই এই টিপসটি দিয়ে রাখলেন শাহরুখ...

শাহরুখ কন্যা এখন পরিণত। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় বিভিন্ন ক্লাবে পার্টি করতে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। নাইট লাইফে মাততে।

এমনই সময় শাহরুখ খান মেয়েকে প্রেম নিয়ে দিয়ে রাখলেন মোক্ষম দাওয়াই। শাহরুখ কন্যা বলে কথা, জীবনে অনেক ছেলের প্রস্তাব মিলবে।

তবে প্রেমের বিষয় সিদ্ধান্ত নিতে হবে মন থেকে। সুহানাকে সাফ জানিয়ে দিলেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারেই হত তা খোলসা।

সুহানার প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলেই উত্তরে শাহরুখ খান জানিয়েছিলেন, দুই ধরনের ছেলের থেকে সুহানাকে দূরে থাকতে বলেছেন তিনি।

তারা হলেন রাজ ও রাহুল। পর্দায় এই দুই চরিত্রই এক কথায় মেয়েদের মনের স্বপ্নের পুরুষ। কিন্তু বাস্তবে ছেলে প্রেমিক!

তা মেনে নিতে না-রাজ শাহরুখ খান। পর্দায় দাপিয়ে বেরানো এই দুই চরিত্রেরই যে চরিত্র নিয়ে সমস্য, তা তিনি খোলসা করে বুঝিয়ে দিয়ে সুহানাকে দিয়েছেন মোক্ষম দাওয়াই।

এই ধরনের ছেলে দেখলেই প্রকাশ্যে টেনে চড় মেরো। শাহরুখ খানের এই মন্তব্যেই সাফ যে তিনি মেয়ের সম্পর্ক নিয়ে কতটা সচেতন।

মজার ছলে বললেও এরই মধ্যে লুকিয়ে রয়েছে এক কঠিন সত্য, এই ধরণের ছেলে জীবনে এলে কেবল কাঁদতেই হবে, তার নমুনাও মিলেছে পর্দায়।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?