সংক্ষিপ্ত
মৈনাক ভৌমিকের আগের ছবি চিনি দর্শকের মধ্যে ব্যপক সাড়া ফেলেছিল। অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারের জুটির পর এবার তাঁর ফ্রেমে অভিনেত্রী মিমি চক্রবর্তী।
পরিস্থিতি স্বাভাবিক হতেই ছন্দে ফিরছে সিনে দুনিয়া। একের পর এক ছবির শ্যুটিং শুরু হচ্ছে বিভিন্ন মহলে। সেই তালিকা থেকে বাদ পড়ছে না টলিউডও। টানা দেড় বছরের এক মস্ত গ্যাপ। তাতেই বেজায় ক্ষতির মুখ দেখেছে চলচ্চিত্র জগত। তাই এবার তড়িঘড়ি ছবির কাজে নেমে পড়ছেন সকলেই। সেই তালিকাতেই এবার নাম লেখালেন মিমি চক্রবর্তী। জুটি বাঁধলেন এবার মৈনাক ভৌমিকের সঙ্গে। মৈনাক ভৌমিকের আগের ছবি চিনি দর্শকের মধ্যে ব্যপক সাড়া ফেলেছিল। অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারের জুটির পর এবার তাঁর ফ্রেমে অভিনেত্রী মিমি চক্রবর্তী।
ছবির নাম মিনি, প্রযোজনায় থাকছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি সঙ্গত দেবেন রাহুল ভঞ্জ। মিমির কথায় সম্পূর্ণ নারী কেন্দ্রিক এক অন্য ধাঁচের ছবি এটি। এই ধরনের চিত্রনাট্য এর আগে কখনও হাতে পাননি মিমি চক্রবর্তী। লকডাউনের মাঝেই তিনি শুনেছিলেন স্ক্রিপ্ট। সেখান থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ছবিটা তিনি করবেন। বাণিজ্যিক ছবি নয়, একটু অন্য ঘরানার ছবির কাজ হাতে পেয়ে বেজায় খুশি মিমি চক্রবর্তী।
আরও পড়ুন-অনাবৃত উরু, লো ডিপ নেকে স্পষ্ট শরীরী ভাঁজ, 'রানিমা'র খোলস ছেড়ে বোল্ড অবতারে 'দিতিপ্রিয়া'
যদিও ছবির সিডিউল এখনও স্থির করা হয়নি। কারণ লকডাউন আর কোভিডের মাঝে কোন পরিস্থিতি ধরা দেবে আগামীতে তা এক কথায় বলা মুশকিল। সেই দিকে লক্ষ্য রেখেই পরবর্তীতে স্থির করা হবে শ্যুটিং-এর দিন। চলতি বছরই অরিন্দম শীলের পরিচালনায় খেলা যখন নিয়ে ব্যস্ত থাকবেন মিমি চক্রবর্তী। সব দিক ভালো বিশ্লেষণ করেই ফ্লোরে নামবে টিম।