সংক্ষিপ্ত
বৃহস্পতিবার সকালবেলাতেই গাড়ি দুর্ঘটনার শিকার অভিনেত্রী অনন্যা গুহ। সাতসকালেই আচমকাই বিপত্তি। একের পর এক খারাপ খবরে যেন সকলেরই মন খারাপ। সাতসকালেই দুর্ঘটনার কবলে পড়লেন বলি অভিনেত্রী। বৌবাজার থেকে টলিগঞ্জের স্টুডিও পাড়ায় যাবার সময় দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। তবে কী করে এমন দুর্ঘটনা ঘটল। জানা গেছে, রাস্তার উপরেই আচমকাই একটা গাছ উল্টে যায় তাদের গাড়ির উপর। হঠাৎ করে হুড়মুড়িয়ে গাছ ভেঙে পড়ায় বড় দুর্ঘটনা ঘটে যায়। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার বাবা। এসপি মুখার্জি রোডের উপর দিয়ে যাওয়ার সময়ই ঘটেছে এই দুর্ঘটনা।
বৃহস্পতিবার সকালবেলাতেই গাড়ি দুর্ঘটনার শিকার অভিনেত্রী অনন্যা গুহ। সাতসকালেই আচমকাই বিপত্তি। একের পর এক খারাপ খবরে যেন সকলেরই মন খারাপ। সাতসকালেই দুর্ঘটনার কবলে পড়লেন বলি অভিনেত্রী। বৌবাজার থেকে টলিগঞ্জের স্টুডিও পাড়ায় যাবার সময় দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। তবে কী করে এমন দুর্ঘটনা ঘটল। জানা গেছে, রাস্তার উপরেই আচমকাই একটা গাছ উল্টে যায় তাদের গাড়ির উপর। হঠাৎ করে হুড়মুড়িয়ে গাছ ভেঙে পড়ায় বড় দুর্ঘটনা ঘটে যায়। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার বাবা। এসপি মুখার্জি রোডের উপর দিয়ে যাওয়ার সময়ই ঘটেছে এই দুর্ঘটনা।
মিঠাই খ্যাত অভিনেত্রীর দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয়দের তৎপরতার দুজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে জানা গেছে, ঝড়ের কারণে গাছের শিকড় আলগা হয়ে গিয়েছিল। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরই এই গাছটিকে কেটে ফেলা হয়েছে। এই গাড়ি দুর্ঘটনার ফলে প্রায় দীর্ঘক্ষণ যান চলাচলও বন্ধ ছিল। তারপর গাছ কাটার ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই গাড়ি দুর্ঘটনায় সাময়িকভাবে ভয় পেয়ে যান অনন্যা। স্থানীয়রা যখন গাড়ি থেকে তাকে বার করে আনে তখনও ভয়ে শিটিয়ে ছিল অভিনেত্রী। তারপর খানিক বাদে নর্মাল হন। তবে এই গাড়ি দুর্ঘটনার জেরে বিশাল ক্ষতিগ্রস্থ হয়েছে অনন্যার গাড়িটি। তবে অভিনেত্রী পুরোপুরি সুস্থ আছেন।
আরও পড়ুন-স্ট্র্যাপলেস টপ ঠিকরে বেরোচ্ছ বক্ষযুগল, সাগরপাড়ে ধুকপুকানি বাড়ালেন মোনালিসা
অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নানা গুজব শুরু হয়। অবশেষে নিজেই সেই গুজবব উড়িয়ে দিয়েছেন অনন্যা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনন্যা লেখেন, আমি এবং আমার বাবা সম্পূর্ণ সুস্থ। আমাদের কোনওরকমের আঘাত লাগেনি। দয়া করে কেউ কোনও গুজব ছড়াবেন না। আপাতত সুস্থ হয়ে শুটিং করছি। এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য। অভিনেত্রীর এই মন্তব্যের পরই দুশ্চিন্তা মুক্ত হয়েছেন ফ্যানেরা। অভিনেত্রী সকলকে এও জানিয়েছেন, দয়া করে কোনও গুজব ছড়াবেন না। আমি মিঠাই ও লক্ষ্মী কাকিমা সুপারস্টারের শুটিং করছি। বর্তমানে মিঠাই ধারাবাহিকের ছোট ছেলে স্যান্ডির বউয়ের চরিত্রে দেখা যাচ্ছে অনন্যাকে। মিঠাই-এর সিরিয়াল দাদা-র নতুন বউকে নিয়ে সকলেই যেন চিন্তিত হয়ে পড়েছিলেন। এর আগে কৃষ্ণকলি ধারাবাহিকে মুন্নির চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল অনন্যা গুহ। আপাতত মিঠাই-এর নতুন টুইস্টে-এ অনন্যাকে দেখা গেছে।