সংক্ষিপ্ত

কীভাবে মিলবে ময়রাদের সন্ধান, রাস্তায় নেমে বন্ধ গুদামে পা বাড়ায় মিঠাই, সিদ্ধার্থ ও সোম। দাদুর সম্মান কি তাঁরা রক্ষা করতে পারবে! কী হতে চলেছে আগামীতে!

দেখতে দেখতে মোদক পরিবারের (Zee Bangla Serial Mithai) মিষ্টি হাব খোলার দিন উপস্থিত। এদিন সকাল থেকেই সকলের ব্যস্ততা তুঙ্গে। বাঙালি সাজে সকলে মিলে যখন প্রস্তুত ঠিক তখনই সামনে আসে ভয়ানক খবর, পাওয়া যাচ্ছে না ময়রাদের। এদিকে সকলকে জানানো হয়েছে যে সেদিন মিঠাই (Mithai) হাবে থাকবে লাইভ কাউন্টার! আগরওয়ালদের চক্রান্তের শিকার মোদক পরিবার (Mithai Modak Family)। সিড যদিও একমুহূর্তের জন্য সোমকেই অবিশ্বাস করে বসে। তবে কীভাবে মিলবে ময়রাদের সন্ধান, রাস্তায় নেমে বন্ধ গুদামে পা বাড়ায় মিঠাই, সিদ্ধার্থ ও সোম। দাদুর সম্মান কি তাঁরা রক্ষা করতে পারবে! কী হতে চলেছে আগামীতে!

পরিবারের সকলে মিলে কাঁধে কাঁধ দিয়ে কীভাবে একটি পরিস্থিতি সামলে উঠতে হয়, কীভাবে সব দিক বজায় রেখে সকলকে খুশি রাখা যায় তার যেন এক নিদর্শণ হয়ে উঠেছে। এমনকি সিদ্ধার্থের ব্যবহারেও আজ তা স্পষ্ট। এমন সময় পরিবারের সকলের প্রিয় সদস্য মিঠাই (Mithai ) এবার লাইম লাইটে। দিন দিন তাঁর মোদক পরিবারের প্রতি যে ভালোবাসা, আজ যেন তার ফল পাওয়ার দিন। মোদক পরিবারের নতুন হাব তাই হল মিঠাই হাব নামে। আনন্দে চোখের জলে ভাসল মিঠাই। এমনই সময় হাজির নতুন মোড়, নতুন পথের কাঁট, গল্পে নতুন হিরো। কোন পথে এবার মিঠাইয়ের ভবিষ্যত!

আরও পড়ুন- MUKTI FILM RELEASE: পায়ে ফুটবল, মনে ব্রিটিশ তাড়ানোর মন্ত্র-২৬ জানুয়ারি আসছে 'মুক্তি'

আরও পড়ুন- দর্শক দরবারে আসতে পারে প্রয়াত রাজনীতিবিদ জ্যোতি বসুর বায়োপিক, ইঙ্গিত এন.কে সলিলের

মিঠাই (Zee Bangla Serial Mithai) মানেই এক প্রাণ ঢালা আনন্দ, মিঠাই মানেই যে কোনও পরিস্থিতিতে বেশ কিছুটা সহজ করে তোলা। এক কথায় বলতে গেলে এখন মোদক পরিবার এক আদর্শ পরিবার (Perfect Family)। অন্যদিকে আগরওয়ালের গর্ব, তার সন্তান অন্তত সিদ্ধার্থের মত নয়। বাবার সিদ্ধান্তে সে বরাবরই পাশে থেকেছে ওমি। কিন্তু কোথাও গিয়ে যেন সিদ্ধার্থের কাছ থেকে তেমনটা পেলেন না সমরেশ। কিন্তু বর্তমানে সেই সিদ্ধার্থ আর নেই। প্রতিটা পদে পদে সে প্রমাণ করে চলেছে সে ঠিক কতটা বদলে গেছে। এবার সেই সিডই সকলকে তাক লাগালো মোদক পরিবারের পাশে দাঁড়াতে, যতদিন না পর্যন্ত তৈরি হচ্ছে মিষ্টি হাব, ততদিন পর্যন্ত সিদ্ধার্থ নিল ওয়ার্ক ফর্ম হোম, এমনকি সারা রাত জেগে তৈরি করে ফেলল একটি আস্ত প্রেজেন্টেশনও। সবটাই চলছিল ঠিক পথে, কিন্তু শেষে গিয়েই বিপদ, কীভাবে সামলাবে মিঠাই-সিড!