সংক্ষিপ্ত

শব্দবাজি নিষিদ্ধ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটানো যেতেই পারে! দীপাবলির বিকেলে সেটাই করেছেই নিসপাল সিং রানে। তাঁর এক বিস্ফোরণেই তোলপাড় সিনেমহল্লায়...

টলিউডে জোর শোরগোল! নতুন বছরে ফের পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় স্বমহিমায়। এ বার তাঁর তৈরি হয়ে থাকা একের পর এক ছবি মুক্তি পেতে চলেছে। ২০২২-এ মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের ‘লক্ষ্মী ছেলে’। এই ছবিতে পর্দায় তিনি পরিচালনা করেছেন ছেলে উজান, স্ত্রী চূর্ণীকে। ২০২৩-এ মুক্তি পাচ্ছে তাঁর আরও একটি ছবি ‘কাবেরী অন্তর্ধান’। এই ছবিতে বড় চমক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জুটি। খবরের সৌজন্যে খোদ শ্রাবন্তী। যদিও তিনি কোথাও মুখ খোলেননি। সুরিন্দর ফিল্মসের একটি পোস্ট নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। যেখানে লেখা, ‘দৃষ্টিকোণ, জ্যেষ্ঠপুত্রর পর আবার আমরা আসছি ২০শে জানুয়ারি। শুভ দীপাবলি।’ একই পোস্ট ভাগ করেছেন নিসপাল সিং রানে, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তাঁদের পোস্ট দেখে সবাই ধাঁধাঁয় ধেঁধেঁছেন। জট খুলেছে নায়িকার পোস্টে। টলিউড সঙ্গে সঙ্গে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দিয়েছে। ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতেই এই চার মাথা এক সঙ্গে। এবং এটি কৌশিক-রানে-প্রসেনজিতের তৃতীয় ছবি। ধাঁধাঁর উত্তর সঠিক হলে সুরিন্দর ফিল্মসের এই ছবিটিই মুক্তি পেতে চলেছে ২০ জানুয়ারি।
]

View post on Instagram
 

অতিমারির আগে কৌশিকের তৈরি বেশ কিছু ছবি এখনও মুক্তির প্রতীক্ষায়। পরিচালক কৌশিক তাই যেন সাময়িক ‘ছুটি’তে। বরং তাঁকে বেশি দেখা গিয়েছে অভিনেতা রূপে। বড় পর্দায় তাঁর অভিনয় নতুন নয়। ‘বিসর্জন’, ‘বাস্তুশাপ’, ‘শঙ্কর মুদি’ উদাহরণ। সামনেই মুক্তি ‘কথামৃত’র। এ ছাড়া, সিরিজ ‘টিকটিকি’, ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ দিয়ে ওয়েব প্ল্যাটফর্মেও পা রেখেছেন তিনি। প্রায় তিন বছর পরে তাঁর ‘পরিচালক’ সত্তা ফের স্বমহিমায় ‘লক্ষ্মীছেলে’ দিয়ে। সম্প্রতি সগৌরবে ৫০ দিন অতিক্রম করেছে ছবিটি। এরই পাশাপাশি শোনা গিয়েছিল, পরিচালক গঙ্গোপাধ্যায় সুরিন্দর ফিল্মসের হয়ে বেশ কয়েকটি ছবি বানাবেন। সব মিলিয়ে এই ঘোষণা স্বাভাবিক ভাবেই সিনেপ্রেমীদের মনে কৌতূহলের জন্ম দিয়েছে। 


জয়া আহসান, চূর্ণী এবং কৌশিক সেনের ‘অর্ধাঙ্গিনী’-র শুট্যিং শেষ হতেই জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ‘কাবেরী অন্তর্ধান’-র কথা ঘোষণা করেন। প্রেক্ষাপট সাতের দশকে দেশে ‘জরুরি অবস্থা’ চলছে। পরিচালক তখন জানিয়েছিলেন, আদ্যন্ত প্রেম আর রহস্যে বোনা এটি। ছবির অধিকাংশ শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। চিত্রনাট্য এবং সংলাপেও কৌশিক। সিনেমোটোগ্রাফার গোপী ভগত। গানের দায়িত্বে প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ২০২০-র ১২ ফেব্রুয়ারি থেকে ছবির শ্যুটিং শুরু হয়েছিল।
আনুষ্ঠানিক ঘোষণার সময় নতুন ছবি নিয়ে কৌশিক বলেছিলেন, “কাবেরী অন্তর্ধান’ আমার পছন্দের সেরা ছবিগুলোর অন্যতম। দেশের জরুরি অবস্থা ঘোষণার সময়ের গল্প। সেই সময়কে নিখুঁত ভাবে তুলে ধরতে আমরা প্রচুর গবেষণা করছি। এই ছবিতে আবারও বুম্বাদাকে এক ভিন্ন ধারায় খুঁজে পাবেন সবাই। ছবিটি ‘পিরিয়ড পিস’ হতে চলেছে।’’ প্রসেনজিৎ, শ্রাবন্তী, চূর্ণী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য এবং গায়ক শ্রীকান্ত আচার্যর ছেলে পূরব সীল আচার্যকে। অম্বরীশ এবং পূরব কৌশিকের লক্ষ্মী ছেলে-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।