সংক্ষিপ্ত
- অবশেষে বন্ধ করা গিয়েছে অভ্য়ন্তরীণ রক্তক্ষরণ
- এই নিয়ে চতুর্থ বার ডায়ালিসিস করা হল সৌমিত্রর
- হিমোগ্লোবিন এবং প্লেটলেট কাউন্টও নতুন করে আর কমেনি
- গতকাল নিজেই চোখ মেলে তাকিয়েছেন অভিনেতা
শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হলেও সামান্য উন্নতি হয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শরীরের রক্তচাপও নিয়ন্ত্রিত রয়েছে অভিনেতার। এর পাশাপাশি অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও সচল রয়েছে। এই নিয়ে চতুর্থ বার ডায়ালিসিস করা হল সৌমিত্রর। অবশেষে বন্ধ করা গিয়েছে অভ্য়ন্তরীণ রক্তক্ষরণ। হিমোগ্লোবিন এবং প্লেটলেট কাউন্টও নতুন করে আর কমেনি। ডায়ালিসিসের পর শারীরিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্থিতিশীল।
আরও পড়ুনস্বামীর প্রাক্তন প্রেমিকা মিমির থেকে জন্মদিনে কী উপহার পেলেন শুভশ্রী, জল্পনা তুঙ্গে...
গত রবিবার অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হওয়ার পরই সৌমিত্রকে নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকেরা। তবে সোমবার থেকেই তা নিয়ন্ত্রণে চলে আসে।গতকাল নিজেই চোখ মেলে তাকিয়েছেন অভিনেতা। ডায়ালিসিসের ফলে রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রায় ভারসাম্য এসেছে। ইতিমধ্যেই সৌমিত্রকে রক্ত দেওয়া হয়েছে। এমনকী ভেন্টিলেশনের মাত্রাও একই রয়েছে।
তবে শারীরিক পরিস্থিতির আর কোনও অবনতি ঘটেনি। জটিলতা কাটছে ধীরে ধীরে, শারীরিক পরিস্থিতি একইরকম রয়েছে ফেলুদার। তবে এখনও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ফুসফুসের সংক্রমণ আটকাতে যে ওষুধ দেওয়া হয়েছিল অভিনেতাকে, তা কতটা কাজ করেছে তাও খতিয়ে দেখা হবে। গত কালই নিজে থেকে চোখ খোলার চেষ্টা করছেন অভিনেতা। চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছেন অভিনেতা। কয়েকদিন ধরে ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা একই রয়েছে বলে খানিকটা আশার আলো দেখছেন চিকিৎসকেরা। আপাতত স্থিতিশীল থাকলেও এখনও সঙ্কট মুক্ত নন অভিনেতা। প্রতি মুহূর্তেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি মনিটার করছেন চিকিৎসকেরা। তার সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই কো-মর্বিডিটি এবং বয়স। তার শারীরিক অবস্থার এই খবরে সকলের তার সুস্থতার কামনা করছেন।