সংক্ষিপ্ত


বাংলা চ্যানেল গুলোর তরফে প্রতিবারই মহালয়া নিয়ে কিছু না কিছু চমক থাকে দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই বেশ কিছু নাম নিয়ে টলিপাড়ার অন্দরে কানাঘুষো চলছে। সূত্রের খবর,  তিনটি চ্যানেলের হয়ে দূর্গা সাজবেন কোয়েল, শুভশ্রী এবং যে নামটি নতুন শোনা যাচ্ছে সেটি হল দিতিপ্রিয়া, অর্থাৎ সকলের প্রিয় রানিমা।

আর মাত্র  একটা মাসের অপেক্ষা। তারপরেই মা আসছেন। ইতিমধ্যেই দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। করোনাকালে মহাসঙ্কটের মধ্যে যেন খুশির রেশ বাঙালির মনে। তার সঙ্গে সমানতালে বাড়ছে কৌতুহল। কারণ একটাই, পুজোর আগেই মহালয়। আর মহালয়াতেই দেবী পক্ষের আগমনে একটু একটু করে ছন্দ ফিরবে লকডাউনের একঘেয়ে জীবন। তবে এবারের মহালয়া কোন কোন অভিনেত্রীকে মা দূর্গার অবতারে দেখা যাবে টিভির পর্দায় তা নিয়ে কৌতুহল বাড়ছে।

 

 

বাংলা চ্যানেল গুলোর তরফে প্রতিবারই মহালয়া নিয়ে কিছু না কিছু চমক থাকে দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই বেশ কিছু নাম নিয়ে টলিপাড়ার অন্দরে কানাঘুষো চলছে। সূত্রের খবর,  তিনটি চ্যানেলের হয়ে দূর্গা সাজবেন কোয়েল, শুভশ্রী এবং যে নামটি নতুন শোনা যাচ্ছে সেটি হল দিতিপ্রিয়া, অর্থাৎ সকলের প্রিয় রানিমা।

 

আরও পড়ুন-ডেটিং-লিভ-ইন-ভার্জিনিটি লস, আর কী বাকি ছিল দীপিকার, সবটা জেনেও কেন বিয়ে করেছিলেন রণবীর

আরও পড়ুন-একটানা ৫ ঘন্টা ম্যারাথন জেরা, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডি-র তলব জ্যাকলিন ফার্নান্ডেজকে

আরও পড়ুন-উন্মুক্ত উরু, থলথলে করিনাকে টেক্কা বিকিনি বেব মালাইকার, বক্ষ-বিভাজিকার খাঁজে চোখ আটকে ভক্তদের

 

মহামারি করোনার দাপটে পুজো ফিকে হলেও টেলিভিশনে মহালয়া নিয়ে প্রস্তুতি তুঙ্গে।  দীর্ঘ ৪ বছরের যাত্রা শেষ করেছেন দিতিপ্রিয়া রায়। ছোটপর্দা নয়, এবার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করতে চলেছেন দিতিপ্রিয়া রায়। 'অভিযাত্রিক' দিয়েই বড় পর্দায় হাতেখড়ি দিতিপ্রিয়ারা। অন্যদিকে বেশ কিছু ছবির কাজও রয়েছে দিতিপ্রিয়ার হাতে। গতে বাধা দীর্ঘ দিনের রানিমার ইমেজকে ভেঙে নয়া অবতার হাজির হচ্ছেনসকলের প্রিয় রানিমা। এবার নাকি মহালয়ার দিন দেবী দূর্গার অবতারে সামনে আসতে চলেছেন দিতিপ্রিয়া। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি দিতিপ্রিয়া। সামনেই আসতে চলেছে ঝলক। তবে শুভশ্রী এবং কোয়েলও যে মহালয়ায় দেবী দূর্গা অবতারে ধরা দিতে চলেছেন, তা স্পষ্ট। শুভশ্রী -কোয়েলকে টেক্কা দিতে এবার আসছেন দিতিপ্রিয়া, কোন দেবী নজর কাড়েন দর্শকদের,সেটাই দেখার অপেক্ষা।

 

 

YouTube video player