সংক্ষিপ্ত

  • করোনায় আক্রান্ত এবার শুভশ্রী
  • এদিনই সকালে কোভিডে আক্রান্ত হন অভিনেতা জিৎ
  • ছোট্ট ইউভানকে নিয়ে বাড়ছে উদ্বেগ 
  • সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন অভিনেত্রী

কয়েকদিন আগেই রাজ চক্রবর্তীর সঙ্গে প্রচারে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ছোট্ট ইউভানকে বাড়িতে রেখেই তিনি বেড়িয়ে পড়েছিলেন রাজের সঙ্গে মনোনয়ন পত্র জমা দিতে। এরপর বিপুল সংখ্যক মানুষের সমাবেশের মাঝে দেখা যায় হেঁটে যেতে শুভশ্রীকে। বর্তমানে গোটা দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। একের পর এক সেলিব্রিটির করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। 

আরও পড়ুন- 'Covid' ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত টলিপাড়ার 'বস', ডাক্তারের পরামর্শেই হোম আইসোলেশনে জিৎ 

বিটাউনের পর এবার টলি পাড়াতেও করোনার ঢল। জিৎ-এর পর এবার আক্রান্ত হলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করলেন তিনি। জানালেন- তিনি করোনায় আক্রান্ত। তবে ভালো ও সুস্থ আছে ইউভান। তার কেয়ারটেকারের কাছেই রয়েছে সে। পাশাপাশি রাজের স্বাস্থ্যের খবরও দেন তিনি। জানান, রাজ চক্রবর্তী এখন রয়েছেন ব্যারাকপুরে। প্রচারের কাজে ব্যস্ত। তাই তিনি সুস্থই রয়েছেন। 

 

View post on Instagram
 

 

বর্তমানে ডাক্তারের পরামর্শে তিনি রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। মেনে চলছেন স্বাস্থ্যবিধি। পাশাপাশি তিনি আরও আরও জানান, দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই সময় সকলে যেন মাস্ক পড়ে থাকেন, পাশাপাশি সতর্ক থাকেন, স্যানিটাইজার ব্যবহার করেন।